ই
১. ইন্দ্রিয়ের দাবি পূরণে তৎপর : ইন্দ্রিয়পরায়ণ
২. ইঁদুর মারার জ্য জাঁতির আকারে কল : জাঁতাকল
৩. ইতস্তত ভ্রমণ : বিচরণ
৪. ইতস্তত নিক্ষেপ : বিক্ষেপ
৫. ইটের তৈরি ঘর : প্রাসাদ
৬. ইন্দ্রিয়ের সংযম : দম
৭. ইতিহাস জানেন যিনি : ঐতিহাসিক
৮. ইষ্ট দেবতার নামকীর্তন : নামগান
৯. ইন্দ্রের পত্নী: ইন্দ্রাণী
১০. ইন্দ্রের সারথী : মাতলি
১১. ইন্দ্রের হস্তী : ঐরাবত
১২. ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি : ইন্দ্রজিৎ/ জিতেন্দ্রিয়
১৩. ইসলামি শাস্ত্র অনুযায়ী নির্দেশ : ফতোয়া
১৪. ইচ্ছানুরূপ রূপ ধারণ করে যে : কামরূপী
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :