উ
১. উই মাটির ঢিবি : বল্মীক
২. উপেক্ষার যোগ্য : উপেক্ষণীয়
৩. উঁচু নিচু স্থান : বন্ধুর
৪. উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের স্ত্রীলোকের বিয়ে : অনুলোম
৫. উপস্থিত বুদ্ধি আছে যার : প্রত্যুৎপন্নমতি
৬. উচ্ছিষ্ট নয় যা : অনুচ্ছিষ্ট
৭. উচ্চরবে গীতকারী : উদ্গাতা
৮. উভয় তটের মধ্যবর্তী জলস্রোত : তটিনী
৯. উপদেশ দ্বারা শিক্ষাদান : তালিম
১০. উচ্চ নিনাদ : নির্ঘোষ
১১. উৎসব উপলক্ষে প্রদত্ত পারিতোষিক : পার্বণী
১২. উদ্দেশ্য সাধনে দৃঢ় সংকল্প : প্রতিজ্ঞা
১৩. উজ্জ্বলভাবে প্রকাশিত : প্রতিফলন
১৪. উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত : বীথি
১৫. উভয় তীর আছে যার : পারাবার
১৬. উদ্দাম নৃত্য : তাণ্ডব
১৭. উটের শাবক : করভ
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :