এককথায় প্রকাশ (ক-ক)

করার যোগ্য : করণীয়

করার ইচ্ছা : চিকীর্ষা

কষ্টে যা বরণ করা যায় : দুর্বার

কন্যাকালে জাত : কানীন

কোকিলের ডাক : কুহু

কশ্যপের পুত্র : কাশ্যপ

কুন্তীর পুত্র : কৌন্তেয়

কর্ণ পর্যন্ত : আকর্ণ

কণ্ঠ পর্যন্ত : আকণ্ঠ

কোথাও উঁচু, কোথাও নিচু : বন্ধুর

কুৎসিত আকার যার : কদাকার

কুৎসিত আচরণ যার : কদাচার

ক্রমশ উঁচু পথ : চড়াই

ক্রমশ নীচু পথ : উতরাই

কানের অলংকার : কুণ্ডল

কণ্ঠের অলংকার : কণ্ঠি

ক্লেশ পাচ্ছে যে : ক্লিশ্যমান

কষ্টি পাথরে ঘর্ষিত : নিকষিত

কনুইয়ের উপর বাহুভাগ : প্রগণ্ড

কনুই হতে কব্জি পর্যন্ত বাহুভাগ : প্রকোষ্ঠ

কি করতে হবে যে বুঝতে পারে না : কিংকর্তব্যবিমূঢ়

কোনও বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে : বীতশ্রদ্ধ

কৃত্তি (বাঘের ছাল) বাস যার : কৃত্তিবাস

ক্ষমার যোগ্য : ক্ষমার্হ

কূলের বিরুদ্ধে : প্রতিকূল

কোনও কিছু থেকে যার ভয় নেই : অকুতোভয়

কাজ করতে যে দেরি করে : দীর্ঘসূত্রী

কুল ও শীল যার জানা নেই : অজ্ঞাতকুলশীল

ক্ষমা করবার ইচ্ছা : তিতিক্ষা


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

এককথায় প্রকাশ (অ-অ)

এককথায় প্রকাশ (ক-ক)

এককথায় প্রকাশ (গ-গ)

এককথায় প্রকাশ (ঘ-ঘ)

এককথায় প্রকাশ (চ-চ)

এককথায় প্রকাশ (ছ-ছ)

এককথায় প্রকাশ (ঝ-ঝ)

এককথায় প্রকাশ (ট-ট)

এককথায় প্রকাশ (ঠ-ঠ)

এককথায় প্রকাশ (ণ-ণ)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ধ-ধ)

এককথায় প্রকাশ (ন-ন)

এককথায় প্রকাশ (ফ-ফ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (ভ-ভ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ঢ-ঢ)

Language
error: Content is protected !!