এককথায় প্রকাশ (ট-ট)

টোল পড়েনি যাতে : নিটোল

টলে পড়ার অবস্থা : টলায়মান

টলটল করছে এরূপ : টলটলায়মান

টহল দেয় যে : টহলদার

টক হয়ে যাওয়া : টকা

টক করে ফেলা : টকানো

টাকশালের কর্তা : টঙ্কপতি

টিপে বন্ধ করা হয় যা: টিপকল

টনটন করা : টাটানো

টাক আছে যার মাথায় : টেকো

টপ্পা গায় যে : টপ্পাদার।


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

এককথায় প্রকাশ (অ-অ)

এককথায় প্রকাশ (ট-ট)

এককথায় প্রকাশ (ঠ-ঠ)

এককথায় প্রকাশ (ণ-ণ)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ধ-ধ)

এককথায় প্রকাশ (ন-ন)

এককথায় প্রকাশ (ফ-ফ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (ভ-ভ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (থ-দ)

Language
error: Content is protected !!