এককথায় প্রকাশ (ঢ-ঢ)

ডানা আছে যার : পক্ষি

ডানার অভ্যন্তর : পক্ষপুট

ডুব দিতে পটু যে : ডুবুরি

ডাকঘরের প্রধান কর্মকর্তা : ডাকমুনশি

ডাকের ন্যায় বুক যার : ডাকাবুকো

ডাক বহন করে যে : ডাকহরকরা


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

এককথায় প্রকাশ (অ-অ)

এককথায় প্রকাশ (ণ-ণ)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ধ-ধ)

এককথায় প্রকাশ (ন-ন)

এককথায় প্রকাশ (ফ-ফ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (ভ-ভ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ঢ-ঢ)

 

তরঙ্গ আছে যারা : তরঙ্গিণী

তর্ক করে যে : তার্কিক

তটে থাকে যে : তটস্থ

ত্রাণ লাভে ইচ্ছুক তিতীর্ষু।

তিন কালের ঘটনা যিনি দেখতে পান : ত্রিকালদর্শী

তিন যামের সমাহার : ত্রিযামা

তিমিকে গিলে যে : তিমিঙ্গিল

তিন পথে প্রবাহিতা নদী : ত্রিপথগা

তিন দিকে : ত্রিধা

তড়িৎ প্রবাহ যে যন্ত্রে ধরা পরে : তড়িৎ-বীক্ষণ

তিন কালের  (অতীত,বর্তমান, ভবিষ্যৎ) বিষয় জানেন যিনি : ত্রিকালজ্ঞ

ত্বরায় গমন করে যে : তুরগ

তিন বার অঞ্জলি দিয়ে তর্পণ : তিনাঞ্জলি

ত্রাণ করেন যিনি : ত্রাতা

তিন প্রান্ত : ত্রিসীমানা

তিয্য অর্থাৎ পুয্য নক্ষত্রযুক্ত পূর্ণিমা : তৈষী

তিলের খৈল : তিলকল্ক

ত্যাগ করা হচ্ছে যাকে : ত্যজ্যমান

তিল তিল করে আহৃত সৌন্দর্যের  পুঞ্জীকৃত প্রতিমা : তিলোত্তমা

তস্করের কাজ : তাস্কর্য

তড়িত হতে উৎপন্ন : তাড়িত

তার সদৃশ : তাদৃশ

তিন ভাগের একভাগ : তেহাই

তড়িৎ আছে যাতে : তড়িৎগর্ভ

তীরে লেগেছে যা : তীরলগ্ন

Language
error: Content is protected !!