ন
নতুন রূপায়ণ -নবীকরণ
নিন্দার যোগ্য -নিন্দার্হ
নিদারুণ মনঃকষ্ট – অন্তর্দাহ
নতুনত্ব প্রাপ্তি – নবীভবন।
নেই ঘৃণা যার -নিঘৃণ
********************
নেই করুণা যার – নিষ্করুণ
নিকষার পুত্র – নৈকষেয়
নূপুরের শব্দ – নিক্কণ
নাভি পর্যন্ত লম্বিত হার- ললন্তিকা
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে – নিদাঘ
*********************************
নেই শক্তি যার – অশক্ত
নেই আসক্তি যার – অসক্ত
ন্যায় শাস্ত্রে পারদর্শী – নৈয়ায়িক
ন্যায় উপমা যার -নিরুপম
নেই অভিমান যার – নিরভিমান
*******************************
নীল আভা যার – নীলাভ
নীর দান করে যে -নীরদ
নীরে জন্ম যার -নীরজ
নেই কুজন যেখানে – নিঙ্কুজ
নির্মাণের ইচ্ছা – নির্মিৎসা
*************************
নেতার দায়িত্ব : নেতৃত্ব
নারীর লীলায়িত নৃত্য -লাস্য
নিজের রঙ যে লুকায় : বর্ণচোরা
নয় শীতল, নয় উষ্ণ – নাতিশীতোষ্ণ
নদী মাতা যার – নদীমাতৃক
নির্মিত হচ্ছে যা – নির্মীয়মান
———————————————–———————————–
[সূত্র :সরল ছাত্রবোধ অভিধান, সুবলচন্দ্র মিত্র, নিউ বেঙ্গল প্রেস (প্রা:) লি:, ৬৮ কলেজ স্ট্রিট, কলিকাতা, দশম সংস্করণ জানুয়ারি ১৯৯৬; পৃষ্ঠা ৪৯৬-৪৯৭]
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :