এককথায় প্রকাশ বিবিধ ও গুরুত্বপূর্ণ

ড. মোহাম্মদ আমীন

উপ:  হনুমানের ডাক’।

অহম্পূর্বিকা : নিজেকে সবার পূর্বে বা সবার চেয়ে অগ্রসর মনে করে- এমন মনোভাবসম্পন্ন ব্যক্তি।

অলখবিহারী: দৃষ্টির বাইরে বিচরণ করে যে।( তিমির বিদারী অলখবিহারী/ কৃষ্ণ মুরারী আগত ওই (নজরুল )।
 ধরনা: যে বাঁশ ধরে ঢেঁকিতে পাড় দেওয়া হয়।
পৌনর্ভব: বিধবা নারীর পুনর্বিবাহিত স্বামীর ঔরসজাত পুত্র: 

বকনা : যে গাভি এখনো গর্ভধারণ করেনি।
ফুরন : কোনো কাজের জন্য দৈনিক হারে মজুরি পরিশোধের পরিবর্তে চুক্তিভিত্তিক মজুরি পরিশোধ।
বকবক : বিরক্তিকর অনর্গল কথা: 
 বকলম: লিখতে পারে না এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।[উদাহরণ : দলিলে নিরক্ষর প্রপিতামহের পক্ষে ত্বদীয় পৌত্র বং (বকলম) হয়েছেন।]
বকরিদ : হিজরি পঞ্জিকার জিলহজ মাসের ১০ তারিখে পালিত মুসলিমদের ইদ উৎসব ইদুজ্‌জোহা।

অনুব্রজন : অতিথির বিদায়কালে কিছুদূর সহগমনের শিষ্টাচার।
অনুব্রজী : অতিথির বিদায়কালে কিছুদূর সহগমনকারী।
অনুব্রজা : অতিথির বিদায়কালে কিছুদূর সঙ্গে গিয়ে শিষ্টাচার প্রকাশ করা।

অনুমৃতা : স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় যায় যে নারী।
অনুরথ্যা : প্রধান সড়কের পার্শ্ববর্তী সংকীর্ণ পথ।
অবিসংবাদ : বিরোধের অভাব।(উদাহরণ : অবিসংবাদ, তাঁকে অবিসংবাদিত নেতায় পরিণত করেছে।)
আণ্ডীর : বহু ডিম আছে এমন।

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

এককথায় প্রকাশ (অ-অ)

এককথায় প্রকাশ (ত-ত)

এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ধ-ধ)

এককথায় প্রকাশ (ন-ন)

এককথায় প্রকাশ (ফ-ফ)

এককথায় প্রকাশ (ব-ব)

এককথায় প্রকাশ (ভ-ভ)

এককথায় প্রকাশ বিবিধ/১

 

Language
error: Content is protected !!