Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ (ব-ব) – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ (ব-ব)

বমন করা ইচ্ছা : বিবমিষা

বশ হয়েছে যে : বীশভূত

বলার অযোগ্য : অকথ্য

বাক্যে প্রকাশ করা যায় না যা : অনির্বচনীয়

বলা হবে যা : বক্ষ্যমান

বলা হয়েছে যা : উক্ত

বিনাশ আছে যার : নশ্বর

বার্ধক্য হেতু শুভ্রতা প্রাপ্ত : পালিত

বৃদ্ধি পাচ্ছে যা : বর্ধিষ্ণু

বহু দেখেছেন যিনি : বহুদর্শী

বিনাশ নেই যার : অবিনশ্বর

ব্যাসের পুত্র : বৈয়াসকি

বালকের অহিত : বালাই

বিচার করে কাজ করে না যে : অবিমৃষ্যকারী

বাঁচতে ইচ্ছুক : জিজীবিষু

বিপরীত দিকে আকৃষ্ট : বিকৃষ্ট

বিজয়লাভের ইচ্ছা : বিজিগীষা

বরণের যোগ্য : বরেণ্য

বাগ্‌দত্তা বা বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী : পুনর্ভু

বিরুদ্ধে অভ্যুত্থান : বিদ্রোহ

বেলাভূমিকে অতিক্রম করে যে : উদ্বেল

বীণার ধ্বনি : ঝংকার

বিধিকে অতিক্রম না করে : যথাবিধি

বিদেশে যার পত্নী থাকেন : প্রবাসপত্নীক

বাস করার ইচ্ছা : বিবৎসা

বৃহৎ বৃক্ষ : বনস্পতি

বৃহৎ পুষ্করিণী : বাপী

ক্ষুদ্র জলাশয় : পল্বল

ব্যবস্থার অভাব : অব্যবস্থা

বনে প্রস্থান করা হয় যে আশ্রমে : বানপ্রস্থ

বেদান্ত জানেন যিনি : বৈদান্তিক

বিষ্ণুর শঙ্খ : পাঞ্চজন্য

বাক্য ও মনের অতীত : অবাঙ্‌ মনসগোচর

বক্রভাবে গমন করে যে : ভুজগ

বেদ সম্বন্ধীয় : বৈদিক

বিধান করিতে ইচ্ছুক : বিধিৎসু

বলতে ইচ্ছুক : বিবক্ষু

বহন করার যোগ্য : বাহ্য

বিবস্বানের পুত্র : বৈবস্বত

বিলাপ করছে যে : বিলপমান

বিশেষভাবে বিবেচনা : বিমর্শ

বহুসন্তানবতী দুঃখিনী নারী : বালপুত্রিকা


গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩