এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

অতি নিকৃষ্ট নর: নরাধম।
অতি বৃদ্ধা নারী: বড়াই।
অতি বিকট হাসি: অট্টহাসি।
অতি মূল্য যার: মহার্ঘ, অমূল্য।
অতি মনোহর গন্ধ: আমোদ।

অতি লজ্জাশীলা বধূ:লাজনম্রা, কলাবধূ।
অতি সৌখিন লোক: ফুলবাবু।
অতিশয় ইচ্ছুক: অতীচ্ছ।
অতিশয় উচ্চ: অত্যুচ্চ।
অতিশয় উচ্চৈঃস্বরে ক্রন্দনরত রোরুদ্যমান।

অতিশয় কোমল: পেলব।
অতিশয় চঞ্চল: ব্যালোল।
অতিশয় তরুণ:যবিষ্ট, কনিষ্ঠ।
অতিশয় তাড়াতাড়ি: তড়িঘড়ি।
অপরকে স্নান করানোর কাজ: স্নাপন।

অতিশয় ধনশালী ব্যক্তি: ধনকুবের।
অতিশয় প্রশস্ত: প্রশস্য।
অতিশয় ভীত: বিত্রস্ত।
অতিশয় মনোহর:  সুচারু।
অতিশয় রমণীয়: সুরম্য।

অধর পল্লবের ন্যায়: অধরপল্লব।
অতিথির আপ্যায়ন: আতিথ্য।
অতীর্থকে তীর্থ করা: তীর্থিকরণ।
অ-দগ্ধের দগ্ধ হওয়া:  দগ্ধীভবন।
অতীত কাহিনি:  ইতিহাস।

অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যিনি জানতে পারেন:  ত্রিকালদর্শী।
অতীতের বিষয়ের জন্য শোকপ্রকাশ: গতানুশোচনা।
অদিতির পুত্র: আদিত্য।
অদূর ভবিষ্যতে যা পাওয়ার সম্ভাবনা নেই: সুদূরপরাহত।
অধিক বা অতিরিক্ত উক্তি: অত্যুক্তি।

————————————
———————-

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

Language
error: Content is protected !!