ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin
অত্যন্ত আগ্রহান্বিত লালায়িত।
অত্যন্ত প্রফুল্ল উৎফুল্ল।
অত্রিমুনির পত্নী আত্রেয়ী।
অ-দ্রবকে দ্রব করা দ্রবীকরণ।
অধ্যয়নের বিরতি অনধ্যায়।
অধ্যাপনা করেন যিনি অধ্যাপক।
অনন্য মনে প্রগাঢ় ধ্যান নিদিধ্যাসন।
অন্য সকলের মধ্যে থাকে না অন্যতম।
অন্য সকলের মধ্যে থাকে না যা স্বতন্ত্র।
অন্ত্য যে ইষ্টি অন্ত্যেষ্টি।
অন্তর্গত অপ যার অন্তরীপ।
অন্তর্ধান করেছে যে অন্তর্হিত।
অন্তরে অবস্থান করেন যিনি অন্তর্যামী।
অন্তরঙ্গ যুগলবন্দি মাণিকজোড়।
অন্তঃসলিলা নদী ফল্গু।
অন্ধকারের শত্র“ বা অরি ধান্তারি।
অন্ধকার দূর করে যে তমোঘ্ন।
অন্ধকার রাত্রি তামসী।
অন্নহীন দশা হাভাতে।
অন্য উপায় নেই যার অনন্যোপায়।
অন্য কর্তৃক বিবাহিতা পরোঢ়া।
অন্য কাল কালান্তর।
অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী অনন্যা।
অন্য কোনো কর্ম নেই যার অনন্যকর্মা।
অন্য গতি না থাকায় অগত্যা।
অন্য গতি নেই যার অগতি, অনন্যগাতী।
অন্য রূপ রূপান্তর।
অন্য গৃহ গৃহান্তর।
অন্য দিক দিগন্তর।
অন্য দিকে মন নেই যার অনন্যমনা।
——————
অন্য দেশ দেশান্তর।
অন্য ধর্মাবলম্বী ব্যক্তিÑ বিধর্মী।
অন্য নামে ওরফে।
অন্য বার বারান্তর
অন্য বিষয়ে বিষয়ান্তর।
অন্য বিষয়ে মন যার অন্যমনস্ক।
অন্য ভাষায় রূপান্তরিত অনূদিত।
অন্য মনু মন্বন্তর।
অন্য যুগ যুগান্তর।
অন্য স্থান স্থানান্তর।
অনুগতের ভাব আনুগত্য।
অন্যলোক সমক্ষে গোপনে কথোপকথন জনান্তিকে।
অন্যকে দিয়ে যে কাজ করায় কারয়িতা।
অন্যায়ভাবে পরদ্রব্য কুক্ষিগত আত্মসাৎ।
অন্যের অজ্ঞাতসারে বেমালুম।
অন্যের সঙ্গে মেলামেশা পরসঙ্গ।
অবধানতার সহিত সাবধান।
অন্যের ওপরে নির্ভরশীল গাছ পরগাছা।
অন্যের অনুগ্রহে পালিতা পরভৃতিকা।
অন্যের হয়ে যে সই করে বকলম।
অন্যের হয়ে সই করা একল্মা।
অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা।
অভীষ্ট লাভের জন্য পূজা সাধনা, ইষ্টপূজা, পুরশ্চরণ।
অভ্যন্তরে থাকে যে অভ্যন্তরস্থ।
অভ্যাস নেই যার অনভ্যস্ত।
অভ্রকে ভেদ করে যে অভ্রভেদী।
অভ্রকে লেহন করে যে অভ্রংলিহ।
অর্জুনের ধনু গাণ্ডিব।
অর্থের সীমানা না ছাড়িয়ে যথার্থ।
অর্থনীতি সম্বন্ধীয় আর্থিক, অর্থনৈতিক।
অনুশাসন বিষয়ক আনুশাসনিক।
অ-নবকে নব করা নবীকরণ।
অর্থলাভের জন্য পিশাচের মতো আচরণকারী অর্থপিশাচ।
অর্থহীন উক্তি প্রলাপ।
অর্ধেক রাজি নিমরাজি।
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু