এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

অত্যন্ত আগ্রহান্বিত লালায়িত।
অত্যন্ত প্রফুল্ল উৎফুল্ল।
অত্রিমুনির পত্নী আত্রেয়ী।
অ-দ্রবকে দ্রব করা দ্রবীকরণ।
অধ্যয়নের বিরতি অনধ্যায়।

অধ্যাপনা করেন যিনি অধ্যাপক।
অনন্য মনে প্রগাঢ় ধ্যান নিদিধ্যাসন।
অন্য সকলের মধ্যে থাকে না অন্যতম।
অন্য সকলের মধ্যে থাকে না যা স্বতন্ত্র।
অন্ত্য যে ইষ্টি অন্ত্যেষ্টি।

অন্তর্গত অপ যার অন্তরীপ।
অন্তর্ধান করেছে যে অন্তর্হিত।
অন্তরে অবস্থান করেন যিনি অন্তর্যামী।
অন্তরঙ্গ যুগলবন্দি মাণিকজোড়।
অন্তঃসলিলা নদী ফল্গু।

অন্ধকারের শত্র“ বা অরি ধান্তারি।
অন্ধকার দূর করে যে তমোঘ্ন।
অন্ধকার রাত্রি তামসী।
অন্নহীন দশা হাভাতে।
অন্য উপায় নেই যার অনন্যোপায়।

অন্য কর্তৃক বিবাহিতা পরোঢ়া।
অন্য কাল কালান্তর।
অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী অনন্যা।
অন্য কোনো কর্ম নেই যার অনন্যকর্মা।
অন্য গতি না থাকায় অগত্যা।

অন্য গতি নেই যার অগতি, অনন্যগাতী।
অন্য রূপ রূপান্তর।
অন্য গৃহ গৃহান্তর।
অন্য দিক দিগন্তর।
অন্য দিকে মন নেই যার অনন্যমনা।
——————
অন্য দেশ দেশান্তর।
অন্য ধর্মাবলম্বী ব্যক্তিÑ বিধর্মী।
অন্য নামে ওরফে।
অন্য বার বারান্তর
অন্য বিষয়ে বিষয়ান্তর।
অন্য বিষয়ে মন যার অন্যমনস্ক।

অন্য ভাষায় রূপান্তরিত অনূদিত।
অন্য মনু মন্বন্তর।
অন্য যুগ যুগান্তর।
অন্য স্থান স্থানান্তর।
অনুগতের ভাব আনুগত্য।
অন্যলোক সমক্ষে গোপনে কথোপকথন জনান্তিকে।

অন্যকে দিয়ে যে কাজ করায় কারয়িতা।
অন্যায়ভাবে পরদ্রব্য কুক্ষিগত আত্মসাৎ।
অন্যের অজ্ঞাতসারে বেমালুম।
অন্যের সঙ্গে মেলামেশা পরসঙ্গ।
অবধানতার সহিত সাবধান।
অন্যের ওপরে নির্ভরশীল গাছ পরগাছা।

অন্যের অনুগ্রহে পালিতা পরভৃতিকা।
অন্যের হয়ে যে সই করে বকলম।
অন্যের হয়ে সই করা একল্মা।
অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা।
অভীষ্ট লাভের জন্য পূজা সাধনা, ইষ্টপূজা, পুরশ্চরণ।
অভ্যন্তরে থাকে যে অভ্যন্তরস্থ।

অভ্যাস নেই যার অনভ্যস্ত।
অভ্রকে ভেদ করে যে অভ্রভেদী।
অভ্রকে লেহন করে যে অভ্রংলিহ।
অর্জুনের ধনু গাণ্ডিব।
অর্থের সীমানা না ছাড়িয়ে যথার্থ।
অর্থনীতি সম্বন্ধীয় আর্থিক, অর্থনৈতিক।

অনুশাসন বিষয়ক আনুশাসনিক।
অ-নবকে নব করা নবীকরণ।
অর্থলাভের জন্য পিশাচের মতো আচরণকারী অর্থপিশাচ।
অর্থহীন উক্তি প্রলাপ।
অর্ধেক রাজি নিমরাজি।

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

Language
error: Content is protected !!