এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

অল্প বয়স্কা বধূ বউড়ী।
অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা।
অর্ধের সহিত বর্তমান সার্ধ।
অল্প কথা বলে যে মিতভাষী, অল্পভাষী।
অল্পক্ষণের জন্য ক্ষণিক।
অল্প জলে স্বল্প স্নান কাকস্নান।

অল্প পরিশ্রমে শ্রান্ত নারী ফুলটুসি।
অল্প বয়স যার অল্পবয়স্ক।
অল্পেই ভাঙে যা ক্ষণভঙ্গুর।
অব্দ সম্বন্ধীয় আব্দিক।
অশ্ব রাখার স্থান আস্তাবল, মন্দুরা।
অশ্ব, হস্তী, রথ ও পদাতিক চতুরঙ্গ।

অশ্বাদির নাসিকা ঘোণা।
অশ্বারোহী সৈন্যদল রিশালা।
অশ্বের একদিনের পথ আহীন।
অশ্বের চালক সাদী।
অশ্বের ডাক হ্রেষা।
অশ্বের শাবক কিশোর।

অশ্র“যুক্ত নয়ন বিশিষ্টা নারী সাশ্র“নয়না।
অশ্র“ বিগলিত হচ্ছে যার গলদশ্র“।
অস্ত যাচ্ছে যা অস্তায়মান।
অস্তিত্ব উল্লেখ না থাকলেও যার অস্তিত্ব স্বীকার করা হয় অনুলেখ্য।
অস্থায়ীভাবে থাকার স্থান বাসা
অস্থায়ীভাবে পদচ্যুতি বরখাস্ত।

অর্হনের পুত্র আর্জুনি
অসংখ্য অঙ্গুনীময় দেহবিশিষ্ট প্রাণী অঙ্গুরীমাল।
অক্ষর জ্ঞান যার আয়ত্তে জিতাক্ষর।
অক্ষির অগোচর পরোক্ষ।
অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করা অবিমৃষ্যকারিতা।

অগ্রে দান করা হয় যাকে অগ্রদানী।
অগ্রে জন্মেছে যে অগ্রজ।
অগ্নির কণা স্ফুলিঙ্গ।
অগ্নিতে যিনি আহুতি দান করেছেন আহিতাগ্নি।
অঙ্গের অন্তর্ভুক্ত অঙ্গীভূত।
অর্জুনের পুত্র আর্জুনি।
———————————————-
অতি উচ্চ হাসি অট্টহাস্য।
অতিশয় হৃষ্ট উৎফুল্ল।
অতিশয় স্নিগ্ধ মেদুর।
অতিশয় পীড়ন নিপীড়ন।
অতিশয় মত্ত প্রমত্ত।

অতিশয় গোপনীয় নিগূঢ়।
অতি দূর প্রসারী।
অতি সত্বর তূর্ণ।
অতিক্রম করা যা অসাধ্য অনতিক্রম্য।
অতিক্রম করা যা দুঃসাধ্য দুরতিক্রম্য।

অত্যন্ত দুরন্ত দামাল।
অতি কর্মকুশল ব্যক্তি ধুরন্ধর।
অর্থহীন উক্তি প্রলাপ।
অর্থ ও অন্যান্য সম্পত্তি ধনদৌলত।
অর্থ কামনা করে যে অর্থকামী।

অদৃশ্য হওয়ার বিদ্যা তিরস্করণী।
অধিকারের অভাব অনধিকার।
অধিগত হয়নি এমন অনধিগত।
অর্ধ রাত্রি নিশীথ।
অর্ধেক সম্মত নিরমাজী।

অধিকৃত মানুষ প্রজা।
অধ্যয়নের বিরতি অনধ্যায়।
অনুমানের যোগ্য অনুমেয়।
অনুসরণ করে যে অনুসারী।
অন্বেষণ করবার ইচ্ছা অন্বেবা।

অন্যায়ভাবে কৃত কর্ম দুষ্কৃত।
অন্যায়কারীর ক্ষতি সাধন প্রতিশোধ।
অন্য দিকে দৃষ্টি নেই এমন অনন্যদৃষ্টি।
অনায়াস দোহ্যা গাভী সুব্রতা।
অনায়াসে যা লাভ করা যায় অনায়াসলভ্য।


———————————————–

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

Language
error: Content is protected !!