এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

অনায়াস দোহ্যা গাভি: সুব্রতা।
 অদৃশ্য হওয়ার বিদ্যা: তিরস্করণী

অন্য ব্যক্তিতে যা দুর্লভ: অনন্যসুলভ।
অন্য সহায় নেই যার: অনন্যসহায়।
অনুভূত হচ্ছে এমন: প্রতীয়মান, অনুভূত।
অন্ন নেই যার: নিরন্ন।
অন্নের চূড়া তুল্য স্তূপ: অন্নকূট।

অন্নের নিমিত্ত দাস:  অন্নদাস।
অপরের প্রতি দ্বেষ: পরদ্বেষ।
অপরের গৃহ: পরবাস।
অপরের সঙ্গে মেলামেশা: পরসঙ্গ।

অপরের ধন:পরস্ব।
অপ্রিয় কথা বলে যে: দুর্মুখ।
অশ্বাদির চাবুক: কশা।
অপ্রাপ্ত ধনের প্রাপ্তি ও প্রাপ্ত ধনের রক্ষণ:  যোগক্ষর।
অপ্রিয় ভাষণ পারুষ্য।

অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠকে কন্যাদান: পরিদান।
অতিবাহিতা জ্যেষ্ঠ বিদ্যমানে বিবাহিতা কনিষ্ঠা: অগ্রেদিধিষু।
অতিবাহিতা নারী: চিরন্টী।
অনুসন্ধান করিতে ইচ্ছুক: অনুসন্ধিৎসু।
অতিশয় বোজন অত্যশন।

অতিক্রমের যোগ্য অতিক্রমনীয়।
অতিক্রম করে গমনকারী অতিগ।
অভিনয় করে যে অভিনেতা।
অন্য দিকে মন যার অন্যমনা/ অন্যমনস্ক।
অন্ত আছে যার আন্ত।

অস্ত যাচ্ছে অস্তায়মান।
অপকার করিতে ইচ্ছুক অপচিকীর্ষু
অণু সমন্বন্ধীয় আণবিক
অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী আততায়ী
অকস্মাৎ ধৃতদ কাকতালীয়।
—————————
অল্পকাল স্থায়িত্ব যার ক্ষণভঙ্গুর।
অতীত বিষয়ের জন্য শোক প্রকাশ গতানুশোচনা।
অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা প্রতিভা।
অগ্রসর হতে অনিচ্ছুক পশ্চাৎপদ/পিছ-পা।
অতি রক্ষণশীল দুর্মর।

অতি উচ্চ রোল উতরোল।
অত্যন্ত প্রফুল্ল উৎফুল্ল।
অনুচিত বল প্রয়োগকারী হঠকারী।
অন্য লোক লোকান্তর।
অন্য জন্ম জন্মান্তর।

অন্য কাল কালান্তর।
অন্যের অজ্ঞাতসারে বেমালুম।
অন্যায় গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান অচলায়তন।
অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য নাটক।
অহনের শেষ অংশ অপরাহ্ন।

অনভিজ্ঞের অভিজ্ঞ আচরণ অকালপক্বতা
অবিবাহিত ব্যক্তি অকৃতদাস/অনূঢ়
অন্য সহায় নেই যার অনন্যসহায়
অতি কর্মনিপুণ ব্যক্তি ধুরন্ধর।
অঙ্গের সাথে বর্তমান স্বঙ্গ।

অন্য কোনো কর্ম নেই যার অনন্যাকর্মা
অন্য গতি গত্যন্তর
অকালের ফুল অকালকুসুম।
অতি উন্নত মতি যায় মহামতি।
অতি গুণবান পুত্রের জননী রত্নগর্ভা।

অতি মূল্য যার মহার্ঘ/অমূল্য।
অতিথি আপ্যায়ন আতিথ্য।
অতীত কাহিনি ইতহাস।
অধিক বয়স যার বয়োবৃদ্ধ।
অনাবৃত দেহে রৌদ্র স্নাত সূর্যস্নান।
——————————

অনুসরণ করে যে অনুসারী।
অপঘাতে মৃত্যু হয়েছে যার অপমৃত্যু।
অগ্রে গণনার যোগ্য অগ্রগণ্য।
অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা।
অল্পক্ষণের জন্য ক্ষণিক।

অকালে যে পেকে গেছে অকালপক্ব
অগ্রে দান গ্রহণ করে যে অগ্রদানী।
অগ্রে বর্তমান থাকে যে অগ্রবর্তী।
অশ্র“র দ্বারা সিক্ত অশ্র“সিক্ত।
অস্ত্রের দ্বারা উপাচার অস্ত্রোপচার।

অসম সাহস যার অসমসাহসিক।
অস্থায়ীভাবে বাস করার মতো স্থান বাসা।
অহঙ্কার করে যে অহঙ্কারী।
অসম্ভব বিষয় সম্ভব করতে সমর্থ অঘটন-ঘটন-পটিয়সী।
অন্যের উপর নির্ভরশীল অন্যগত।

অন্য বিষয়ে নিবিষ্ট আনমনা।
অপরের প্রতি অনুরক্ত অন্যাসক্ত।
অজ্হান বিষয়ের সন্ধান লাভ বা প্রকাশ আবিষ্কার।
অকালে বোধন (জাগরণ করে যা অকালবোধন।
অবসরের অভাব অনবসর।

অর্থ উপার্জন করা যায় যে ফসল থেকে অর্থকরী।
অন্য লিপিতে রূপান্তর লিপান্তর।
অন্ন গ্রহণ করে যে প্রাণধারন করে অন্নগতপ্রাণ।
অব্যক্ত মধুর যে ধ্বনি কলতান।
অপরের দোষ খুঁজে বেড়ায় যে ছিদ্রান্বেষী।

অহং বা আত্মা সম্পর্কে অতিশয় সচেতনতা অহমিকা।
অশ্বে আরোহণ করে যে সৈনিক অশ্বারোহী।
অর্থ নেই যার নিরর্থক।
অকালে জাত কুষ্মাণ্ড অকালকুষ্মাণ্ড।
অক্ষিপত্রের (চোখের পাতা) লোম অক্ষিপক্ষ্ম।


এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

 

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

Language
error: Content is protected !!