ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin
অনায়াস দোহ্যা গাভি: সুব্রতা।
অদৃশ্য হওয়ার বিদ্যা: তিরস্করণী
অন্য ব্যক্তিতে যা দুর্লভ: অনন্যসুলভ।
অন্য সহায় নেই যার: অনন্যসহায়।
অনুভূত হচ্ছে এমন: প্রতীয়মান, অনুভূত।
অন্ন নেই যার: নিরন্ন।
অন্নের চূড়া তুল্য স্তূপ: অন্নকূট।
অন্নের নিমিত্ত দাস: অন্নদাস।
অপরের প্রতি দ্বেষ: পরদ্বেষ।
অপরের গৃহ: পরবাস।
অপরের সঙ্গে মেলামেশা: পরসঙ্গ।
অপরের ধন:পরস্ব।
অপ্রিয় কথা বলে যে: দুর্মুখ।
অশ্বাদির চাবুক: কশা।
অপ্রাপ্ত ধনের প্রাপ্তি ও প্রাপ্ত ধনের রক্ষণ: যোগক্ষর।
অপ্রিয় ভাষণ পারুষ্য।
অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠকে কন্যাদান: পরিদান।
অতিবাহিতা জ্যেষ্ঠ বিদ্যমানে বিবাহিতা কনিষ্ঠা: অগ্রেদিধিষু।
অতিবাহিতা নারী: চিরন্টী।
অনুসন্ধান করিতে ইচ্ছুক: অনুসন্ধিৎসু।
অতিশয় বোজন অত্যশন।
অতিক্রমের যোগ্য অতিক্রমনীয়।
অতিক্রম করে গমনকারী অতিগ।
অভিনয় করে যে অভিনেতা।
অন্য দিকে মন যার অন্যমনা/ অন্যমনস্ক।
অন্ত আছে যার আন্ত।
অস্ত যাচ্ছে অস্তায়মান।
অপকার করিতে ইচ্ছুক অপচিকীর্ষু
অণু সমন্বন্ধীয় আণবিক
অতর্কিত অবস্থায় হত্যাকারী বা আক্রমণকারী আততায়ী
অকস্মাৎ ধৃতদ কাকতালীয়।
—————————
অল্পকাল স্থায়িত্ব যার ক্ষণভঙ্গুর।
অতীত বিষয়ের জন্য শোক প্রকাশ গতানুশোচনা।
অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা প্রতিভা।
অগ্রসর হতে অনিচ্ছুক পশ্চাৎপদ/পিছ-পা।
অতি রক্ষণশীল দুর্মর।
অতি উচ্চ রোল উতরোল।
অত্যন্ত প্রফুল্ল উৎফুল্ল।
অনুচিত বল প্রয়োগকারী হঠকারী।
অন্য লোক লোকান্তর।
অন্য জন্ম জন্মান্তর।
অন্য কাল কালান্তর।
অন্যের অজ্ঞাতসারে বেমালুম।
অন্যায় গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান অচলায়তন।
অভিনয়ের উপযোগী দৃশ্যকাব্য নাটক।
অহনের শেষ অংশ অপরাহ্ন।
অনভিজ্ঞের অভিজ্ঞ আচরণ অকালপক্বতা
অবিবাহিত ব্যক্তি অকৃতদাস/অনূঢ়
অন্য সহায় নেই যার অনন্যসহায়
অতি কর্মনিপুণ ব্যক্তি ধুরন্ধর।
অঙ্গের সাথে বর্তমান স্বঙ্গ।
অন্য কোনো কর্ম নেই যার অনন্যাকর্মা
অন্য গতি গত্যন্তর
অকালের ফুল অকালকুসুম।
অতি উন্নত মতি যায় মহামতি।
অতি গুণবান পুত্রের জননী রত্নগর্ভা।
অতি মূল্য যার মহার্ঘ/অমূল্য।
অতিথি আপ্যায়ন আতিথ্য।
অতীত কাহিনি ইতহাস।
অধিক বয়স যার বয়োবৃদ্ধ।
অনাবৃত দেহে রৌদ্র স্নাত সূর্যস্নান।
——————————
অনুসরণ করে যে অনুসারী।
অপঘাতে মৃত্যু হয়েছে যার অপমৃত্যু।
অগ্রে গণনার যোগ্য অগ্রগণ্য।
অগভীর সতর্ক নিদ্রা কাকনিদ্রা।
অল্পক্ষণের জন্য ক্ষণিক।
অকালে যে পেকে গেছে অকালপক্ব
অগ্রে দান গ্রহণ করে যে অগ্রদানী।
অগ্রে বর্তমান থাকে যে অগ্রবর্তী।
অশ্র“র দ্বারা সিক্ত অশ্র“সিক্ত।
অস্ত্রের দ্বারা উপাচার অস্ত্রোপচার।
অসম সাহস যার অসমসাহসিক।
অস্থায়ীভাবে বাস করার মতো স্থান বাসা।
অহঙ্কার করে যে অহঙ্কারী।
অসম্ভব বিষয় সম্ভব করতে সমর্থ অঘটন-ঘটন-পটিয়সী।
অন্যের উপর নির্ভরশীল অন্যগত।
অন্য বিষয়ে নিবিষ্ট আনমনা।
অপরের প্রতি অনুরক্ত অন্যাসক্ত।
অজ্হান বিষয়ের সন্ধান লাভ বা প্রকাশ আবিষ্কার।
অকালে বোধন (জাগরণ করে যা অকালবোধন।
অবসরের অভাব অনবসর।
অর্থ উপার্জন করা যায় যে ফসল থেকে অর্থকরী।
অন্য লিপিতে রূপান্তর লিপান্তর।
অন্ন গ্রহণ করে যে প্রাণধারন করে অন্নগতপ্রাণ।
অব্যক্ত মধুর যে ধ্বনি কলতান।
অপরের দোষ খুঁজে বেড়ায় যে ছিদ্রান্বেষী।
অহং বা আত্মা সম্পর্কে অতিশয় সচেতনতা অহমিকা।
অশ্বে আরোহণ করে যে সৈনিক অশ্বারোহী।
অর্থ নেই যার নিরর্থক।
অকালে জাত কুষ্মাণ্ড অকালকুষ্মাণ্ড।
অক্ষিপত্রের (চোখের পাতা) লোম অক্ষিপক্ষ্ম।
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু