এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

অজ (ছাগল)-কে গ্রাস করে যা: অজগর।
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার বিয়ে হয়: অগ্রেদিধিষু।
অন্যের অপেক্ষা করতে হয় না যাকে: অনপেক্ষ।
অপ্রিয় কথা বলে থাকে যে: অপ্রিয়বাদী।
অসম সাহস যার: অসমসাহসিক।
 
অন্য ধারে: ধারান্তর।
অনুকরণ করা যায় না বা করা উচিত নয় এমন: অননুকরণীয়।
অনুভব বা উপলব্ধি করা যায় না এমন: অননুভবনীয়।
অনুমতি দেওয়া হয়নি যে বিষয়ে: অননুমত।
অনুপ্রবেশ করেছে এমন:  অনুপ্রবিষ্ট।
 
অনুভব করানো হয়েছে এমন: অনুভাবিত।
অনুশীলন করা হয়েছে এমন:  অনুশীলিত।
অনুসরণ করা হয়েছে এমন: অনুসৃত।
অন্তর্ধান করেছে বা অদৃশ্য হয়েছে এমন: অন্তর্হিত।
অপসারণ করা হয়েছে এমন: অপসারিত।
 
অবজ্ঞার যোগ্য: অবজ্ঞেয়।
অবতরণ করেছে এমন: অবতীর্ণ।
অবদমন করা হয়েছে এমন: অবদমিত।
অবনত করানো হয়েছে এমন:  অবনমিত।
অনির্দিষ্ট কোনো একজন:  জনৈক (বাংলায় জনেক প্রচলিত আছে)।
 
অতি কষ্টে যা আয়ত্ত করা যায় দুরধিগম্য।
অবাস্তব আকাক্সক্ষা দুরাশা।
অতি বৃহৎ ও ঘন বন মহারণ্য।
অবকাশ আছে এমন সাবকাশ।
অহম্পূর্বিকা : নিজেকে সবার পূর্বে বা সবার চেয়ে অগ্রসর মনে করে- এমন মনোভাবসম্পন্ন ব্যক্তি।

——————————————————————–

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

Language
error: Content is protected !!