এককথায় প্রকাশ শুবাচ আ-আ/১০ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
আদি নেই যার: অনাদি।
আকস্মিক দুর্দৈব:  উপদ্রব।
আকারে ইঙ্গিতে:  ঠারে।
আকারের সঙ্গে বিদ্যমান: সাকার।
আকালের বছর: দুর্বছর।
 
আকাশ মারফত প্রেরিত বাণী: আকাশবাণী।
আকাশ ও পৃথিবী: ক্রন্দসী।
আকাশে উড়ন্ত ধূলিরাশি:  ধূলিপটল।
আকাশে দ্যুতি দান করে যে:  খদ্যোৎ।
আগন্তুকের সম্মানের জন্য উঠে দাঁড়ানো:  প্রত্যুত্থান।
 
আগমনের কোনো তিথি নেই যার: অতিথি।
আগামী দিনের বংশধর:  উত্তরসূরি।
আগুনের ফুলকি: স্ফুলিঙ্গ।
আগুনের মতো রং:  পাকল।
আগে যা চিন্তা করা হয়নি: অচিন্ত্যপূর্ব।
 
আকাশে উড়িয়া বেড়ায় যে:  খেচর।
আমিষের অভাব:  নিরামিষ।
আশা লতার ন্যায়:  আশালতা।
আগে যা শোনা যায় নি:  অশ্র“তপূর্ব।
আঘাতের বিপরীত: প্রত্যাঘাত।
 
আচার্যের বা উপাধ্যায়ের পত্নী:  উপাধ্যায়ী।
আচার্যের বৃত্তিগ্রহণকারিণী:  আচার্যা।
আচার্যের সদৃশ:  উপাচার্য।
আজন্ম শত্রু: জাতশত্রু।
আজীবন অবিবাহিত আছে যে:  চিরকুমার।
 
আজীবন সধবা যে নারী: জন্মএয়তী, জন্মএয়োস্ত্রী।
আট প্রহর পরার মতো:  আটপৌরে।
আট বৎসর বয়স্কা কন্যা: গৌরী।
আট মাসে জন্ম যার:  আটাশে।
আতপ চাউল:  আমান্ন।
 
আতপ বা রৌদ্র থেকে ত্রাণ করে যে: আতপত্র (ছাতা)।
আদব কায়দা জানে না যে:  বেয়াদব।
আদব কায়দায় চৌকশ কিন্তু নিষ্কর্মা ব্যক্তি:  লেফাফাদুরস্ত।
আদরের যোগ্য যে: আদরণীয়।
আদরিণী কন্যা:  দুলালী।
 
আদি নেই যার: অনাদি।
আনন্দের যোগ্য: নন্দ্য।
আনন্দের সঙ্গে বর্তমান: সানন্দ।
আনুষ্ঠানিকভাবে সন্তান রূপে গৃহীত অপরের সন্তান: পোষ্যপুত্র।
আপনার বর্ণ লুকায় যে:  বর্ণচোরা।
—————————
——————–

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

Language
error: Content is protected !!