ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ আ-আ /১৩ Dr Mohammed Amin
আড় চোখে চাউনি: কটাক্ষ।
আক্কেল নেই যার: বেআক্কেল।
আকস্মিক দুর্দৈব: উপদ্রব।
আমিষ খান যিনি: আমিষাশী।
আমিষ খান না যিনি: নিরামিষাশী।
আশা ভঙ্গজনিত খেদ: বিষাদ।
আলস্য নেই যার: নিরলস।
আয়নায় দেখা মূর্তি: প্রতিবিম্ব।
আকাশ চুম্বন করে যা: আকাশস্পর্শী।
আদরিণী কন্যা: দুলালী।
আট প্রহর পরার মতো: আটপৌরে।
আনন্দের সাথে বর্তমান: সানন্দ।
আড়ম্বরের সাথে বর্তমান: সাড়ম্বর।
আড়ালে থেকে অন্যের কথা শোনা: আড়িপাতা।
আশ্রয় নেই যার: নিরাশ্রয়।
আকাশের মতো রঙ: আকাশি।
আকাশে গমন করে যা: বিহঙ্গ।
আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে: আত্মসর্বস্ব।
আদরের সাথে: সাদরে।
আদি থেকে অন্ত পর্যন্ত: আদ্যন্ত।
আপনাকে যে হত্যা করে: আত্মঘাতী।
আসমানের মতো মঙ: আসমানি।
আয়ুষ্কাল পূর্ণ না হয়ে মৃত্যু: অকালমৃত্যু।
আবেদনের যোগ্য: আবেদ্য।
আচারে নিষ্ঠা আছে যার: আচারনিষ্ঠ।
আঠাযুক্ত যা: আঠালো।
আয়ুর পক্ষে হিতকর: আয়ুষ্য।
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি: কৃতার্থম্মন্য।
আপনাকে পণ্ডিত মনে করেন যিনি: পণ্ডিতম্মন্য।
আতপে শুষ্ক যাহা: আতপশুষ্ক।
আল্লাহর ওপর বিশ্বাস আছে যার: আস্তিক।
আল্লাহর ওপর বিশ্বাস নেই যার: নাস্তিক।
আয় অনুসারে ব্যয় করেন যিনি: মিতব্যয়ী।
আয় অনুসারে ব্যয় করেন না যিনি: অমিতব্যয়ী।
আপন কর্তৃত্ব যেখানে সচল: আত্মকর্তৃত্ব।
আত্মার সম্বন্ধীয় বিষয়: আধ্যাত্মিক।
আত্মার সাথে সম্পর্ক যা: আত্মীয়।
আচরণের যোগ্য: আচরণীয়।
আনন্দ প্রদান করে যে: আনন্দপ্রদ।
আশাকে অতিক্রম করে যে: আশাতীত।
————————————————————-
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক