Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ  আ-আ /১৩ Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ  আ-আ /১৩ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  আ-আ /১৩ Dr Mohammed Amin

আড় চোখে চাউনি: কটাক্ষ।
আক্কেল নেই যার: বেআক্কেল।
আকস্মিক দুর্দৈব: উপদ্রব।
আমিষ খান যিনি: আমিষাশী।
আমিষ খান না যিনি: নিরামিষাশী।
 
আশা ভঙ্গজনিত খেদ বিষাদ।
আলস্য নেই যার নিরলস।
আয়নায় দেখা মূর্তি প্রতিবিম্ব।
আকাশ চুম্বন করে যা আকাশস্পর্শী।
আদরিণী কন্যা দুলালী।
 
আট প্রহর পরার মতো আটপৌরে।
আনন্দের সাথে বর্তমান সানন্দ।
আড়ম্বরের সাথে বর্তমান সাড়ম্বর।
আড়ালে থেকে অন্যের কথা শোনা আড়িপাতা।
আশ্রয় নেই যার নিরাশ্রয়।
 
আকাশের মতো রঙ: আকাশি।
আকাশে গমন করে যা বিহঙ্গ।
আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে আত্মসর্বস্ব।
আদরের সাথে সাদরে।
আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত।
 
আপনাকে যে হত্যা করে আত্মঘাতী।
আসমানের মতো মঙ আসমানি।
আয়ুষ্কাল পূর্ণ না হয়ে মৃত্যু অকালমৃত্যু।
আবেদনের যোগ্য আবেদ্য।
আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ।
 
আঠাযুক্ত যা: আঠালো।
আয়ুর পক্ষে হিতকর: আয়ুষ্য।
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি: কৃতার্থম্মন্য।
আপনাকে পণ্ডিত মনে করেন যিনি: পণ্ডিতম্মন্য।
আতপে শুষ্ক যাহা: আতপশুষ্ক।
 
আল্লাহর ওপর বিশ্বাস আছে যার:  আস্তিক।
আল্লাহর ওপর বিশ্বাস নেই যার:  নাস্তিক।
আয় অনুসারে ব্যয় করেন যিনি:  মিতব্যয়ী।
আয় অনুসারে ব্যয় করেন না যিনি: অমিতব্যয়ী।
আপন কর্তৃত্ব যেখানে সচল:  আত্মকর্তৃত্ব।
 
আত্মার সম্বন্ধীয় বিষয় আধ্যাত্মিক।
আত্মার সাথে সম্পর্ক যা আত্মীয়।
আচরণের যোগ্য: আচরণীয়।
আনন্দ প্রদান করে যে আনন্দপ্রদ।
আশাকে অতিক্রম করে যে আশাতীত।
————————————————————-
——————-

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin