ড. মোহাম্মদ আমীন
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা: আত্মকেন্দ্রিক।
আকাশে (খ-তে) ওড়ে বাজি: খ-ধূপ।
আয়ত্ত করা হয়নি এমন: অনায়ত্ত।
আশা করা যায়নি এমন: অপ্রত্যাশিত।
আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কহীন: অপ্রাসঙ্গিক।
আক্রমণ করা হয়েছে এমন: আক্রান্ত।
আরম্ভ করা হয়েছে: আরব্ধ।
আরম্ভ করার যোগ্য: উপক্রমণীয়।
আকাঙ্ক্ষা করার যোগ্য: কাঙ্ক্ষণীয়।
আবহমান কাল ধরে অনুষ্ঠিত: চিরাচরিত।
আরাধনা করা হচ্ছে এমন: আরধ্যমান।
আরাম দেয় এমন: আরামপ্রদ।
আক্রমণ করা কঠিন: দুরাক্রম্য।
আরোহণ করা শক্তি: দুরারোহ।
আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন: হতাদর।
————————————————————-
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক