আবেগজনিত কণ্ঠস্বর: গদগদ।
আভিধানিক অর্থ ছাড়া কোনো অর্থের দ্যোতনা: ব্যঞ্জনা।
আমার সদৃশ: মাদৃশ।
আরম্ভ হচ্ছে: আরভ্যমান।
আমৃত্যু যুদ্ধ করে যে: সংশপ্তক।
আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র: ইষ্টমন্ত্র।
আরাধনার যোগ্য যিনি: আরাধ্য।
আরোগ্য হওয়া কঠিন যা: দুরারোগ্য।
আরোহণ করে আছে যে: আরূঢ়।
আলস্য নাই যার: নিরলস।
আশীতে বিষ যার: আশীবিষ।
আসছে যে: আগত।
আসবে যে: আগামী।
আলোচ্য বিষয়ের অনুক্রমিক তালিকা: বিষয়সূচি।
আসল কথা বলার আগে মুখবন্ধ বা সূচনা: ভণিতা।
আহারে যার সংযম আছে: মিতাহারী।
আয় অনুসারে ব্যয় করে যে: মিতব্যয়ী।
আয়নায় প্রতিফলিত রূপ: প্রতিবিম্ব।
আয়ুর পক্ষে হিতকর: আয়ুষ্য।
আড়ম্বরের সঙ্গে বর্তমান: সাড়ম্বর।
আড়ালে থেকে অন্যের কথা শোনা: আড়িপাতা।
আঙুল দিয়ে মাপা যায় এমন: অঙ্গুলিমেয়।
আঙুর ফল: দ্রাক্ষা।
আত্মগোপনের উদ্দেশ্যে পরিধেয়: ছদ্মবেশ।
আত্মহারা অবস্থা: তুরীয়।
আশ্রয় নেই যার: নিরাশ্রয়।
আশ্রয় প্রার্থনা করে যে: আশ্রিত।
আহ্বান করা হচ্ছে: হূয়মান।
আহ্বান করা হয়েছে যাকে: আহুত।
আধারস্থ বস্তু: আধেয়।
আকাশে বিচরণ করে যে: নভশ্চর।
আকাশে উড়ন্ত ধূলিরাশি: ধূলিপটল।
আকাশ পৃথিবীর সঙ্গে যেখানে মিশেছে: দিগ্বলয়।
আয় বুঝে যে ব্যয় করে: মিতব্যয়ী।
আগে যা যে: আগুয়ান।
আয়ু বৃদ্ধি করে যা: আয়ুষ্কর।
আপাততঃ মধুর যা: আপাতমধুর।
আজীবন সধবা নারী: চিরায়ুষ্মতী।
আবহমান কাল ধরে যা প্রচলিত: চিরাগত।
————————————————————–
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক