এককথায় প্রকাশ শুবাচ  আ-আ /১১ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
আবক্ষ জলে নামিয়া স্নান: অবগাহন।
আবেগজনিত কণ্ঠস্বর: গদগদ।
আভিধানিক অর্থ ছাড়া কোনো অর্থের দ্যোতনা: ব্যঞ্জনা।
আমার সদৃশ: মাদৃশ।
আরম্ভ হচ্ছে:  আরভ্যমান।
 
আমৃত্যু যুদ্ধ করে যে:  সংশপ্তক।
আরাধ্য দেবতার উপাসনার মন্ত্র:  ইষ্টমন্ত্র।
আরাধনার যোগ্য যিনি:  আরাধ্য।
আরোগ্য হওয়া কঠিন যা: দুরারোগ্য।
আরোহণ করে আছে যে: আরূঢ়।
 
আলস্য নাই যার:  নিরলস।
আশীতে বিষ যার: আশীবিষ।
আসছে যে:  আগত।
আসবে যে: আগামী।
আলোচ্য বিষয়ের অনুক্রমিক তালিকা: বিষয়সূচি।
 
আসল কথা বলার আগে মুখবন্ধ বা সূচনা: ভণিতা।
আহারে যার সংযম আছে:  মিতাহারী।
আয় অনুসারে ব্যয় করে যে:  মিতব্যয়ী।
আয়নায় প্রতিফলিত রূপ:  প্রতিবিম্ব।
আয়ুর পক্ষে হিতকর:  আয়ুষ্য।
 
আড়ম্বরের সঙ্গে বর্তমান: সাড়ম্বর।
আড়ালে থেকে অন্যের কথা শোনা: আড়িপাতা।
আঙুল দিয়ে মাপা যায় এমন: অঙ্গুলিমেয়।
আঙুর ফল দ্রাক্ষা।
আত্মগোপনের উদ্দেশ্যে পরিধেয়: ছদ্মবেশ।
 
আত্মহারা অবস্থা তুরীয়।
আশ্রয় নেই যার নিরাশ্রয়।
আশ্রয় প্রার্থনা করে যে: আশ্রিত।
আহ্বান করা হচ্ছে হূয়মান।
আহ্বান করা হয়েছে যাকে আহুত।
 
আধারস্থ বস্তু আধেয়।
আকাশে বিচরণ করে যে নভশ্চর।
আকাশে উড়ন্ত ধূলিরাশি ধূলিপটল।
আকাশ পৃথিবীর সঙ্গে যেখানে মিশেছে দিগ্বলয়।
আয় বুঝে যে ব্যয় করে মিতব্যয়ী।
 
আগে যা যে আগুয়ান।
আয়ু বৃদ্ধি করে যা আয়ুষ্কর।
আপাততঃ মধুর যা: আপাতমধুর।
আজীবন সধবা নারী: চিরায়ুষ্মতী।
আবহমান কাল ধরে যা প্রচলিত চিরাগত।
————————————————————–
——————-

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

All Links/1

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

Language
error: Content is protected !!