ড. মোহাম্মদ আমীন
ইউরোপের অধিবাসী: ইউরোপীয়।
ইতর মুনির পুত্র: ঐতরেয়।
ইতঃস্তত ভ্রমণ: বিচরণ।
ইতঃস্তত গমনশীল: ভ্রাম্যমাণ।
ইতিপূর্বে দণ্ডিত ব্যক্তি: দাগি।
ইতিহাস জানেন যিনি: ইতিহাসবিদ, ইতিহাসবেত্তা, ঐতিহাসিক।
ইরানের ভাষা: ফারসি। (ফ্রান্সের ভাষা: ফরাসি)।
ইরাবতে জাত: ঐরাবত।
ইহলোক বিষয়ক বস্তু: ঐহিক।
ইসলামে অবিশ্বাসী: কাফের।
ইসলাম শাস্ত্র অনুযায়ী নির্দেশ: ফতোয়া।
ইহলোকে সামান্য নয় যাহা: আলোকসামান্য।
ইহলোকের পরবর্তী লোক: পরলোক।
ইহার তুল্য বা সদৃশ: ঐদৃশ।
ইক্ষু বিষয়ক: ঐক্ষর।
ইক্ষুর রসজাত মদ্য: শীধু।
ইতরার পুত্র: ঐতরেয়।
ইচ্ছামতো কাজ বা আচরণ যে করে: স্বেচ্ছাচারী।
ইচ্ছার অনুরূপ বা অধীন: ঐচ্ছিক।
ইচ্ছামতো জাত পুত্র: মানসপুত্র।
ইন্দ্রকে জয় করেছে যে: জিতেন্দ্রিয়, ইন্দ্রজিৎ।
ইন্দ্রজাল জানেন যিনি: সৌভিক, ঐন্দ্রজালিক।
ইন্দ্রজালে নিপুণ যিনি: ঐন্দ্রজালিক।
ইন্দ্রিয়ের সাহায্যে যা বুঝা যায়: ইন্দ্রিয়গম্য।
ইন্দ্রের পত্নী: ইন্দ্রাণী।
ইন্দ্রের বাগান: নন্দন।
ইন্দ্রের সারথি: মাতলি।
ইন্দ্রের পুরী: বৈজয়ন্ত।
————————————————————-
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক