ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ঈ-ঈ /১৮ Dr Mohammed Amin
ঈশ্বরে বিশ্বাস করে না যে নাস্তিক।
ঈষৎ উষ্ণ কবোষ্ণ।
ঈষৎ হাস্য স্মিত।
ঈষৎ মধুর আমধুর।
ঈশ্বর প্রেরিত দূত পরগম্বর।
ঈযৎ পাগলামি আছে যার পাগলাটে।
ঈশ্বরের জন্য ব্যাকুল গায়ক সাধক।
ঈষৎ বক্র বঙ্কিম।
ঈষৎ রক্তবর্ণ অরুণ।
ঈষৎ পাণ্ডুবর্ণ ধূসর।
ঈষৎ পাগলামি পাগলাটে।
ঈষৎ হাস্য স্মিত।
ঈষ্যৎ আমিষ গন্ধ যার আঁষটে।
ঈষৎ রুগ্ন রোগাটে।
ঈষৎ শিক্ষিত শিক্ষিতকল্প।
————————————————————-
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক