ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ঈ-ঈ /১৭ Dr Mohammed Amin
ঈশানকোণে অবস্থিত দিগগজ সুপ্রতীক।
ঈশান কোণ ঐশাণী।
ঈশান কোণের অধিপতি শিব।
ঈশ্বর সম্বন্ধীয় ঈশ্বরিক।
ঈশ্বরের ঐশ্বর্য বিভূতি।
ঈশ্বরে যার বিশ্বাস নেই নাস্তিক।
ঈশ্বরে যার বিশ্বাস আছে আস্তিক।
ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ক বাউল।
ঈশ্বরে ভাব ঐশী, ঐশ্বর্য।
ঈশ্বর কর্তৃক প্রদত্ত ভগবদ্দত্ত।
ঈষৎ উষ্ণ কাবো।
ঈষৎ কৃষ্ণ কালচে।
ঈষৎ কাঁচা দরকাঁচা।
ইষৎ চঞ্চল আলোল।
ইষৎ কম্পিত আধূত।
ঈষৎ নীল আনীল।
ঈষৎ নীল বর্ণবিশিষ্ট নীলাভ।
ঈষৎ পাকা দরপাকা।
ঈষৎ পাংশুবর্ণ কয়রা।
ঈষৎ পাণ্ডুবর্ণ ধূসর।
ঈষৎ পীত বর্ণ আপীত, পীতাভ।
ঈষৎ মধুর আমধুর।
ঈষঃ রক্তবর্ণ আরক্ত।
ঈষৎ বক্র বঙ্কিম।
ঈশ্বরে বিশ্বাসী আস্তিক
————————————————————-
——————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক