ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ উ-উ /১৯ Dr Mohammed Amin
উই মাটির ঢিবি বল্মীক, স্থাণু।
উচিত কথা হককথা।
উচিত নয় যা অনুচিত।
উচিতের অভাব অনৌচিত্য।
উকিলের ব্যবসা ওকালতি।
উকিলের সাহায্যপ্রার্থী ব্যক্তি মক্কেল।
উদক পানের ইচ্ছা উদন্যা।
উদগ্রলোভে চঞ্চল লোলুপ।
উদারতার অভাব অনৌদার্য।
উপকার করার ইচ্ছা উপচিকীর্ষা।
উপকার পেয়েছে যে উপকৃত।
উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ।
উপকারীয় ক্ষতি করে যে কৃতঘ্ন।
উপমা নেই যে নারীর নিরুপমা।
উদিত হয়নি যা অনুদিত।
উদিত হচ্ছে এমন উদীয়মান।
উপদ্রব নেই যেখানে নিরুপদ্রব।
উপন্যাস রচয়িতা ঔপন্যাসিক।
উপনিষদ সম্বন্ধীয় ঔপনিষদ।
উপবাস করেন যিনি উপবাসী।
উপমন্যুর পুত্র ঔপমন্যব।
উপমা নেই যার নিরুপমা, অনুপম।
উপযুক্ত বয়স হয়েছে যার সাবালক।
উপর তলার ঘর বালাখানা।
উন্নত নয় যা অনুন্নত।
উপস্থিত আছে যা বর্তমান।
উপাধি আছে যার উপাধিক।
উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি।
উপাধি আছে যার উপাধিক।
উপাসনার যোগ্য উপাস্য।
উপেক্ষিত শস্য কণায় জীবনধারণ উঞ্ছবৃত্তি।
উপেক্ষার যোগ্য উপেক্ষণীয়।
উভয় পাশে বৃক্ষশ্রেণি যুক্ত পথ বীথি, বীথিকা।
উভয় তীর আছে যার পারাবার।
উলু উলু ধ্বনি অলোলিকা।
———————————————
————————————————
এককথায় প্রকাশ শুবাচ উ-উ /১৯ Dr Mohammed Amin
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন