এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /১৯ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /১৯ Dr Mohammed Amin
উই মাটির ঢিবি বল্মীক, স্থাণু।
উচিত কথা হককথা।
উচিত নয় যা অনুচিত।
উচিতের অভাব অনৌচিত্য।
উকিলের ব্যবসা ওকালতি।
উকিলের সাহায্যপ্রার্থী ব্যক্তি মক্কেল।
উদক পানের ইচ্ছা উদন্যা।
উদগ্রলোভে চঞ্চল লোলুপ।
উদারতার অভাব অনৌদার্য।
উপকার করার ইচ্ছা উপচিকীর্ষা।
উপকার পেয়েছে যে উপকৃত।
উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ।
উপকারীয় ক্ষতি করে যে কৃতঘ্ন।
উপমা নেই যে নারীর নিরুপমা।
উদিত হয়নি যা অনুদিত।
উদিত হচ্ছে এমন উদীয়মান।
উপদ্রব নেই যেখানে নিরুপদ্রব।
উপন্যাস রচয়িতা ঔপন্যাসিক।
উপনিষদ সম্বন্ধীয় ঔপনিষদ।
উপবাস করেন যিনি উপবাসী।
উপমন্যুর পুত্র ঔপমন্যব।
উপমা নেই যার নিরুপমা, অনুপম।
উপযুক্ত বয়স হয়েছে যার সাবালক।
উপর তলার ঘর বালাখানা।
উন্নত নয় যা অনুন্নত।
উপস্থিত আছে যা বর্তমান।
উপাধি আছে যার উপাধিক।
উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি।
উপাধি আছে যার উপাধিক।
উপাসনার যোগ্য উপাস্য।
উপেক্ষিত শস্য কণায় জীবনধারণ উঞ্ছবৃত্তি।
উপেক্ষার যোগ্য উপেক্ষণীয়।
উভয় পাশে বৃক্ষশ্রেণি যুক্ত পথ বীথি, বীথিকা।
উভয় তীর আছে যার পারাবার।
উলু উলু ধ্বনি অলোলিকা।
———————————————
————————————————
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /১৯ Dr Mohammed Amin

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

Language
error: Content is protected !!