এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২১ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন 
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২১ Dr Mohammed Amin
উত্তরাধিকার সূত্রে অধিকৃত সম্পত্তি মৌরুসি।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন রিক্থ।
উত্তরে আয়ন যার উত্তরায়ণ।
উদ্দাম নৃত্য তাণ্ডব।
উদ্ভিদের নতুন পাতা পল্লব।
 
উর্বর নয় যা ঊষর।
উল্লেখ করা হয় না যা ঊহ্য।
উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয় ঊহ্য।
উষ্ণ সহ্য করতে পারে না যে উষ্ণালু।
উদগ্রলোভে চঞ্চল লোলুপ।
 
উই মাটির ঢিবি বল্মীক।
উপেক্ষার যোগ্য উপেক্ষণীয়।
উঁচু নিচু স্থান বন্ধুর।
উচ্ছিষ্ট নয় যা অনুচ্ছিষ্ট।
উচ্চরবে গীতকারী উদ্গাতা।
 
উভয় তটের মধ্যবর্তী জলস্রোত তটিনী।
উপদেশ দ্বারা শিক্ষাদান তালিম।
উচ্চ নিনাদ নির্ঘোষ।
উৎসব উপলক্ষ্যে প্রদত্ত পারিতোষিক পার্বণী।
উদ্দেশ্য সাধনের দৃঢ় সংকল্প প্রতিজ্ঞা।
 
উজ্জ্বলভাবে প্রকাশিত প্রতিফলন।
উভয় তীর আছে যার পারাবার।
উদ্দাম নৃত্য তাণ্ডব।
উটের শাবক করভ।
উপকার করিতে ইচ্ছুক উপচিকীষু।
 
উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি ঊর্ধ্বদৃষ্টি।
উন্নত নয় যা অনুন্নত।
উপস্থিত আছে যা বর্তমান।
উপাধি আছে যার উপাধিক।
উচ্ছিষ্ট নয় অনুচ্ছিষ্ট।
 
উচ্চারিত হচ্ছে যা উচ্চার্যমান।
উদগীরণ করা হয়েছে এমন উদগীর্ণ।
উদর সম্পর্কিত ঔদরিক।
উটের/হস্তীর শাবক করভ।
উত্তপ্ত করা হয়েছে উত্তাপিত।
———————————————
————————————————
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /১৯ Dr Mohammed Amin

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

Language
error: Content is protected !!