ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ উ-উ /২১ Dr Mohammed Amin
উত্তরাধিকার সূত্রে অধিকৃত সম্পত্তি মৌরুসি।
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন রিক্থ।
উত্তরে আয়ন যার উত্তরায়ণ।
উদ্দাম নৃত্য তাণ্ডব।
উদ্ভিদের নতুন পাতা পল্লব।
উর্বর নয় যা ঊষর।
উল্লেখ করা হয় না যা ঊহ্য।
উল্লেখ নেই অথচ যার অস্তিত্ব স্বীকার করা হয় ঊহ্য।
উষ্ণ সহ্য করতে পারে না যে উষ্ণালু।
উদগ্রলোভে চঞ্চল লোলুপ।
উই মাটির ঢিবি বল্মীক।
উপেক্ষার যোগ্য উপেক্ষণীয়।
উঁচু নিচু স্থান বন্ধুর।
উচ্ছিষ্ট নয় যা অনুচ্ছিষ্ট।
উচ্চরবে গীতকারী উদ্গাতা।
উভয় তটের মধ্যবর্তী জলস্রোত তটিনী।
উপদেশ দ্বারা শিক্ষাদান তালিম।
উচ্চ নিনাদ নির্ঘোষ।
উৎসব উপলক্ষ্যে প্রদত্ত পারিতোষিক পার্বণী।
উদ্দেশ্য সাধনের দৃঢ় সংকল্প প্রতিজ্ঞা।
উজ্জ্বলভাবে প্রকাশিত প্রতিফলন।
উভয় তীর আছে যার পারাবার।
উদ্দাম নৃত্য তাণ্ডব।
উটের শাবক করভ।
উপকার করিতে ইচ্ছুক উপচিকীষু।
উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি ঊর্ধ্বদৃষ্টি।
উন্নত নয় যা অনুন্নত।
উপস্থিত আছে যা বর্তমান।
উপাধি আছে যার উপাধিক।
উচ্ছিষ্ট নয় অনুচ্ছিষ্ট।
উচ্চারিত হচ্ছে যা উচ্চার্যমান।
উদগীরণ করা হয়েছে এমন উদগীর্ণ।
উদর সম্পর্কিত ঔদরিক।
উটের/হস্তীর শাবক করভ।
উত্তপ্ত করা হয়েছে উত্তাপিত।
———————————————
————————————————
এককথায় প্রকাশ শুবাচ উ-উ /১৯ Dr Mohammed Amin
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন