ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ উ-উ /২২ Dr Mohammed Amin
উত্তম পুরুষ সুপুরুষ।
উপকারের বিনিময়ে উপকার প্রত্যুপকার।
উড়ে চলে যে জাহাজ উড়োজাহাজ।
উত্তর দিকে মুখ করে আছে উত্তরাস্য।
উৎপন্ন হচ্ছে এমন উৎপাদ্যমান।
উৎপাদন করেন যিনি উৎপাদক।
উদাস হয়ে পড়ে আছে যে উদাসী।
উপচিয়ে পড়ছে যা উপচীয়মান।
উৎখাতের শিকার হয়েছে যে উদ্বান্তু।
উদ্দীপনা প্রকাশ করে যা উদ্দীপক।
উড়ে চলে যে খেচর।
উচ্ছেদ করার যোগ্য উচ্ছেদ্য।
উদ্যোগ গ্রহণ করেন যিনি উদ্যোগী।
উপবোগ করার মতো যা উপভোগ্য।
উপবেশন করে আছে যে উপবিষ্ট।
উদ্গারণ করেন যিনি উদ্গাতা।
উপরে উক্ত হয়েছে এমন উপর্যুক্ত।
উপরে লেপ দেওয়া হয়েছে এমন উপলিপ্ত।
উৎপীড়ন করেন যিনি উৎপীড়ক।
উৎপাড়ন সহ্য করে যে উৎপীড়িত।
উদর সর্বস্ব যা উদরসর্বস্ব।
উদক (জল) পানের ইচ্ছা উদন্যা।
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা।
উচ্চারণ করা হয়নি এমন অনুচ্চারিত।
উপকার লাভ করেনি এমন অনুপকৃত।
উপদেম দেওয়া হয়নি এমন অনুপদিষ্ট।
উপমা দেওয়া যায় না এমন অনুপমেয়।
উত্তোলন করা হয়েছে এমন উত্তোলিত।
উত্থাপন করা হয়েছে এমন উত্থাপিত।
উৎপন্ন হচ্ছে এমন উৎপদ্যমান।
উচ্ছেদের যোগ্য উৎসাদনীয়।
উদিত হবার উপক্রম হয়েছে এমন উদয়োন্মুখ।
উপকার লাবের যোগ্য উপকার্য।
উপচিত বা বর্ধিত হচ্ছে এমন উপচীয়মান।
উপেক্ষা করা হয়েছে এমন উপেক্ষিত।
উদ্দেশ্য অনুসরণ করে শেষ পর্যন্ত চলতে পারেনি এমন লক্ষ্যভ্রষ্ট।
উপলব্ধি করা হয়েছে এমন হৃদয়ঙ্গম।
———————————————
————————————————
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন