Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২২ Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২২ Dr Mohammed Amin

 

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২২ Dr Mohammed Amin

উত্তম পুরুষ সুপুরুষ।
উপকারের বিনিময়ে উপকার প্রত্যুপকার।
উড়ে চলে যে জাহাজ উড়োজাহাজ।
উত্তর দিকে মুখ করে আছে উত্তরাস্য।
উৎপন্ন হচ্ছে এমন উৎপাদ্যমান।
 
উৎপাদন করেন যিনি উৎপাদক।
উদাস হয়ে পড়ে আছে যে উদাসী।
উপচিয়ে পড়ছে যা উপচীয়মান।
উৎখাতের শিকার হয়েছে যে উদ্বান্তু।
উদ্দীপনা প্রকাশ করে যা উদ্দীপক।
 
উড়ে চলে যে খেচর।
উচ্ছেদ করার যোগ্য উচ্ছেদ্য।
উদ্যোগ গ্রহণ করেন যিনি উদ্যোগী।
উপবোগ করার মতো যা উপভোগ্য।
উপবেশন করে আছে যে উপবিষ্ট।
 
উদ্গারণ করেন যিনি উদ্গাতা।
উপরে উক্ত হয়েছে এমন উপর্যুক্ত।
উপরে লেপ দেওয়া হয়েছে এমন উপলিপ্ত।
উৎপীড়ন করেন যিনি উৎপীড়ক।
উৎপাড়ন সহ্য করে যে উৎপীড়িত।
উদর সর্বস্ব যা উদরসর্বস্ব।
উদক (জল) পানের ইচ্ছা উদন্যা।
উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা।
উচ্চারণ করা হয়নি এমন অনুচ্চারিত।
উপকার লাভ করেনি এমন অনুপকৃত।
 
উপদেম দেওয়া হয়নি এমন অনুপদিষ্ট।
উপমা দেওয়া যায় না এমন অনুপমেয়।
উত্তোলন করা হয়েছে এমন উত্তোলিত।
উত্থাপন করা হয়েছে এমন উত্থাপিত।
উৎপন্ন হচ্ছে এমন উৎপদ্যমান।
 
উচ্ছেদের যোগ্য উৎসাদনীয়।
উদিত হবার উপক্রম হয়েছে এমন উদয়োন্মুখ।
উপকার লাবের যোগ্য উপকার্য।
উপচিত বা বর্ধিত হচ্ছে এমন উপচীয়মান।
উপেক্ষা করা হয়েছে এমন উপেক্ষিত।
 
উদ্দেশ্য অনুসরণ করে শেষ পর্যন্ত চলতে পারেনি এমন লক্ষ্যভ্রষ্ট।
উপলব্ধি করা হয়েছে এমন হৃদয়ঙ্গম।
———————————————
————————————————

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন