এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২০ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /২০ Dr Mohammed Amin
উভয় হাত যার সমান চলে সব্যসাচী।
উড়ছে এমন উড়ন্ত।
উপায় নাই যাহার নিরুপায়।
উড়ন্ত পাখির ঝাঁক বলাকা।
উড়ি ধান নীবার।
 
উৎকৃষ্ট কিছু নেই যার অনুত্তম।
উৎসবের নিমিত্ত নির্মিত গৃহ মণ্ডপ।
উচ্চ জাতিতে জন্মের জন্য অভিমান জাত্যভিমান।
উচ্চ বর্ণজাত পুরুষের সঙ্গে নিম্নবর্ণজাত স্ত্রীর বিবাহ অনুলোম।
উচ্চ ভূমি টিকরা।
 
উপদেশ ব্যতীত জাত প্রথম জ্ঞান উপজ্ঞা।
উচ্চরবে গীতকারী বৈতালিক।
উচ্চ শব্দ নির্ঘোষ।
উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির টুঙ্গি।
উচ্চ হয়ে ওঠা ওচান।
 
উচ্চ ললাট বিশিষ্টা উটকপালী।
উচ্চ হাস্যকারী অট্টহাসক।
উচ্চারণ করা কষ্টকর যা দুরুচ্চার্য।
উচ্চারণ করা যায়না যা অনুচ্চার্য।
উচ্চারণ করা হচ্ছে না উচ্চার্যমান।
 
উচ্ছ্বসিত করা হয়েছে এমন উচ্ছ্বাসিত।
উচ্ছৃঙ্খল আচরণ বেলেল্লাপনা।
উচ্ছিষ্ট ভোজন করে যে উচ্ছিষ্টভোগী।
উচ্চৈঃস্বরে আহ্বান ফুৎকার।
উচ্চৈঃস্বরে কথন ঘোষণা।
 
উজ্জয়িনীর আর এক নাম বিশালা।
উত্তম চরিত্র যার সুচরিত।
উত্তম নারী শিখরিণী।
উত্তম পুরুষ সুপুরুষ।
উত্তম ফল যার সুফলা।
 
উত্তম বস্ত্র সুচেলক।
উত্তম বাক্য সুভাষিত।
উত্তম মন যার সুচেতা।
উত্তর দিক সম্পর্কিত উদীচ্য।
উত্তর দিক থেকে আগত উত্তুরে।
———————————————
————————————————
এককথায় প্রকাশ শুবাচ  উ-উ /১৯ Dr Mohammed Amin

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

Language
error: Content is protected !!