এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /২৭ Dr Mohammed Amin

কাজ করতে যে দেরি করে দীর্ঘসূত্রী।
কাজির বিচার ফয়তা।
কাজের শুরুতে আল্লাহর নামে দোহাই বিসমিল্লাহ।
কাঠ ও কাপড়ের পুত্তলিকা পঞ্চালী, পঞ্চালিকা।
কাঠের ঘর্ষণে যে অরি অরণি।
কাঠের নির্মিত কেঠো, কাঠরা।
কাতরতার সঙ্গে বিজ্ঞাপন মিনতি।
কান ভাঙিয়ে যে বিবাদ সৃষ্টি করে (স্ত্রী) কুটনী।
কানেকানে যে মন্ত্রণা কানাকানি।
কানের নিম্নভাগের কোমল অংশ লতি।
কূলের যোগ্য অনুকূল।
কানের অলংকার মাকড়ী, মাকড়ি, কর্ণভূষণ।
কানের পাশে লম্বিত কেশগুচ্ছ কাকপক্ষ।
কাপট্য জানে না যে অকপট।
কাপড়ের তৈরি ছোটো থলি বটুয়া।
কারোর দান না নেওয়া অপ্রতিগ্রহ।
কারোর দান গ্রহণ না করা আদত্রেয়, অপ্রতিগ্রহ।
কাম, ক্রোধ, লোভাদির বশীভূত অজিতেন্দ্রিয়।
কামনা দূর হয়েছে যার বীতকাম।
কামনা পূরণের জন্য কোথাও পড়ে থাকা ধরনা।
কারোর কাছে অন্যের নামে দোষারোপ শিকায়ৎ।
কারোর সাথে কিছুদূর এগিয়ে যাওয়া অনুব্রজন।
কোথা হইতে ভয় নেই যার অকুতোভয়।
কষ্টে উচ্চারণ করতে হয় যা দুরুচ্চার্য্য।
কাল অর্থাৎ মৃত্যু বহন করে আনে যে সাপ কালসাপ।
কালির ভাব কালিমা।
কালো হলুদ মেশানো রংÑ কপিল, কপিশ।
কাশীদাসের রচনা বা অংশ কাশীদাসী।
কার্য যার সম্পূর্ণ হয়েছে কৃতকার্য।
কী করতে হবে যে বুঝতে পারে না কিংকর্তব্যবিমূঢ়।

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

Language
error: Content is protected !!