এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /২৯ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

কৃষ্ণের অশ্ব সুগ্রীব।
কেউ জানতে না পারে এমনভাবে অজ্ঞাতসারে।
কুমুদশোভিত পুষ্করিণী কৌমুদিনী।
কেবল এক বিষয়ে চিত্ত যার একাগ্রচিত্ত।

কৃষ্ণের মতো কমনীয় কৃষ্ণকান্ত।
কেউ জানে না যা অজ্ঞাত।
কৃষ্ণের পুত্র কার্ষ্ণি।
কেনার আগে দামের যে অংশ দেওয়া হয় বায়না।
কেবল তাই বা তাহাই তন্মাত্র।
কেশ সম্বন্ধীয় কৌশিক।
ক্লেশ ভোগ করে যে ক্লিশ্যমান।
কোকিলের চোখের মতো চোখ লাল যে নারীর পিকেক্ষণা।
কোকিলের ডাক কুহু।
কোঠা বাড়ি হাওলী।
কোনো উপকারে আসে না যে গাছ আগাছা।
কোনো কর্ম থেকে বিরত ক্ষান্ত।
কোনোকিছু থেকেই যে ভত নয় অকুতোভয়।
কোনোকিছু পাইবার ইচ্ছা লিপ্সা।
কোনোকিছুর চারিদিকে আবর্তন প্রদক্ষিণ।
কোনো জাতির ব্যাপক নবজাগরণ রেনেশাঁস।
কোনো জিনিসের মূল্যাংশের ছাড় বাটা, ধরাট।
কোনো বিষয়ে সম্পূর্ণ না জেনে সব বিষয়ে অল্প অল্প জ্ঞান পল্লবগ্রাহিতা।
কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে পথিকৃৎ।
কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান স্থিরপ্রজ্ঞা।
কোনো বিষয়ের যথাযথ বর্ণনা স্বভাবোক্তি।
কর্কশ রব ক্রেঙ্কার।
কোনো লেখনের ছেঁড়া অংশ বা টুকরো কূপন।
ক্রীড়নশীল তরঙ্গ চলোর্মি।
ক্রীড়ার পুতুল ক্রীড়নক।
ক্ষুদ্র শাখা প্রশাখা।
ক্ষণস্থায়ী প্রভা যার ক্ষণপ্রভা।
ক্ষণে ক্ষণে যার খেয়াল বদলায় খামখেয়ালি
ক্ষত ত্রাণ করে যে ক্ষত্রিয়।
ক্ষতিপূরণ স্বরূপ প্রদত্ত অর্থ আনুতোষিক।
ক্ষমা করিবার ইচ্ছা তিতিক্ষা, বিক্ষমীষা।
ক্ষমা করিতে ইচ্ছুক তিতিক্ষু।
======================================

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

Language
error: Content is protected !!