এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /২৫ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
কখনো মৃত্যু হয় না অমর।
কুম্ভাদি নির্মাণের চক্র কুলালচক্র।
কচি ঘাসে ঢাকা জমি শাদ্বল।
কচি ও নরম শাঁসযুক্ত ডাব নেয়াপাতি।
কটকে প্রস্তুত কটকি।
কটি দেশের বস্ত্র, অলংকার মেখলা।
কথায় পটু বাগীশ।
কথায় কথায় যে কাঁদে ছিচকাঁদুনে।
কথা বলতে পারে না যে অবলা।
কথা দিয়ে কথা রাখেন যিনি বাক্নিষ্ঠ, বাঙ্নিষ্ঠ।
কথায় যা প্রকাশ করা যায় না অনির্বচনীয়।
কতকগুলি পরগনার সমষ্টি চাকলা।
কদম ফুলের মতো কদমা।
কনিষ্ঠার পাশের অঙ্গুলি অনামিকা।
কনুই থেকে বজ্রমুষ্ঠি হস্তাগ্র পর্যন্ত রত্নি।
কনুই থেকে কবজি পর্যন্ত রত্নি।
কণ্ঠে কাল যার কণ্ঠেকাল।
কন্যার পূত্র দৌহিত্র।
কন্যার কন্যা দৌহিত্রী।
কর্ণ পর্যন্ত আকর্ণ।
কণ্ঠস্থিত বায়ু উদান।
কন্যা কালে জাত কানীন।
কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ।
কঙ্কণের শব্দ কিঙ্কিণি।
কলা জ্ঞান আছে যার কলাবিদ।
কলাগাছ ইত্যাদির শুকনো পাতাও ও ছাল বাসনা।
কলস রাখার আধান বা জায়গা বিড়া, কুথালি।
কলম রাখার জায়গা কলমদানি।
কলঙ্কিত অপরাধী দাগি।
করুণা আছে যার কারুণিক।র
Language
error: Content is protected !!