এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /৩১ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

কোনো কিছুতে ভয় নেই যার অকুতোভয়।
কর্ণ পর্যন্ত বিস্তৃত আকর্ণবিস্তৃত।
কলাজ্ঞান আছে যার কলাবিদ।
কার্য যার সফল হয়েছে কৃতকার্য।

কাঠের নির্মিত কেঠো।
ক্রমে যা বেড়ে চলেছে ক্রমবর্ধমান।
কৃষকের পত্নী কৃষানি।
কালে যা ঘটে কালীন।
করুণা আছে যার কারুণিক।
কৃষ্ণবর্ণ মেঘ কালমেঘ।
কুষ্ঠনাশ করে যা কুষ্ঠঘ্ন।
কুম্ভ করে যে কুম্ভকার।
কলম রাখার পাত্র কলমদানি।
কাগজে তৈরি কাগুজে।
কৃষি থেকে উৎপন্ন কৃষিজ।
কেশ সম্বন্ধীয় কৈশিক।
ক্রীড়নশীল তরঙ্গ চলোর্মি।
কাজ চালানোর উপযুক্ত  চলনসই।
কন্যার পুত্র দৌহিত্র।
কারো অপেক্ষা রাখে না যে নিরপেক্ষ।
কিছুতেই ছাড়ে না যে নাছোড়বান্দা।
কুকুরের ডাক বুক্কন।
কোনো বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বীতশ্রদ্ধ।
কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ রত্নি।
কপালে আঁকা তিলক রসকলি।
কচি তৃণাবৃত ভূমি শাদ্বল।
কানে কানে যে কথা কানাকানি।
কূলের বিপরীত প্রতিকূল।
কল্পনার দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি।
কাজে সাহায্য করে যে সহকারী।
কালো হলুদের মিশানো রং কপিশ।
কীর্তির মধ্যে বসতি যার কীর্তিবাস।
কৃত কর্মের ফল প্রতিফল।
কথা দিয়ে যিনি কথা রাখেন বাক্নিষ্ঠ।
ক্রিয়ার বিপরীত প্রতিক্রয়া।
কষ্ঠি পাথরে ঘর্ষিত নিকষিত।
——————————————————————–

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

Language
error: Content is protected !!