ড. মোহাম্মদ আমীন
কোনো উপকারে আসে না যে গাছ আগাছা।
কিছু বলতে যার ঠোঁটে বাধে না ঠোঁটকাটা।
করার যোগ্য করণীয়।
ক্রমাগত দুলছে এমন দোদুল্যমান।
কল্যাণ কামনায় উচ্চারণ আশীর্বাদ।
কষ্টে উচ্চারণ করতে হয় না দুরুচ্চার্য।
কষ্টে উচ্চারণ করতে হয় না দুরুচ্চার্য।
কিছু নেই যার নিঃস্ব।
কৃত্রিম জলাশয় পুষ্কারিণী।
কেবল এক বিষয়ে চিত্ত যার একাগ্রচিত্ত।
কেবল তাই তন্মাত্র।
কৃত্রিম জলাশয় পুষ্কারিণী।
কেবল এক বিষয়ে চিত্ত যার একাগ্রচিত্ত।
কেবল তাই তন্মাত্র।
কোকিলের ডাক কুহু।
কোনো কিছু পাওয়ার ইচ্ছা লিপ্সা।
কোনো কিছু পাওয়ার ইচ্ছা লিপ্সা।
কোনো কিছুর চারদিকে আবর্তন প্রদক্ষিণ।
কোনো বিষয় নতুন পথ নির্দেশ করে যে পথিকৃৎ।
ক্রমকে বজায় রেখে যথাক্রমে।
কোনো বিষয় নতুন পথ নির্দেশ করে যে পথিকৃৎ।
ক্রমকে বজায় রেখে যথাক্রমে।
ক্রমে এসেছে ক্রমাগত।
কাতর না হয়ে অকাতরে।
কর্মে অতিশয় দক্ষ কর্মঠ।
কর্মে অতিশয় দক্ষ কর্মঠ।
কর্মে অতিশয় কুশল কর্মকুশল।
কর্মে যার ক্লান্তি নেই অক্লান্তকর্মী।
কর্মে যার ক্লান্তি নেই অক্লান্তকর্মী।
কেউ জানতে না এভাবে অজ্ঞাতসারে।
কেউ যাকে জয় করতে পারে না অজয়।
কেউ যাকে জয় করতে পারে না অজয়।
কী করা উচিত কিংকর্তব্য।
কম বয়স যার কমবয়সী।
কম বয়স যার কমবয়সী।
কোনটি দিক কোনটি বিদিক এই জ্ঞান নেই যার দিগি¦দিকজ্ঞানশূন্য।
কাঠে ঠক ঠক করে ঠোকরায় যে কাঠঠোকরা।
কাঠ কাটে যে কাঠুরিয়া।
কষ্টে করা যায় যা কষ্টকর।
কুশের মতো সরু ও দুর্বল পা যার কুশপা।
কাঠ কাটে যে কাঠুরিয়া।
কষ্টে করা যায় যা কষ্টকর।
কুশের মতো সরু ও দুর্বল পা যার কুশপা।
কুল ত্যাগ করে যে কুলটা।
কুলের কীর্তিতে কলঙ্ক লেপন করে যে কুলাঙ্গার।
কুলেল অলঙ্কার বা বিশেস মর্যাদা আনয়ন করে যে কুলতিলক।
কুলের কল্যাণস্বরূপ যে গৃহিনী কুললক্ষ্মী।
কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুলপ্রদীপ।
কুলে বা বংশে বিশেষভাবে আচরিত যে ধর্ম কুলধর্ম।
কুলেল অলঙ্কার বা বিশেস মর্যাদা আনয়ন করে যে কুলতিলক।
কুলের কল্যাণস্বরূপ যে গৃহিনী কুললক্ষ্মী।
কুলের কীর্তি বর্ধনকারী যে সন্তান কুলপ্রদীপ।
কুলে বা বংশে বিশেষভাবে আচরিত যে ধর্ম কুলধর্ম।
কুলের আভিজাত্যের গবে গর্বিত যারা কুলাভিমানী।
—————————————————-
All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক