Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /৩৩ Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /৩৩ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

ক্রীত হয়েছে যাবৎ জীবনের জন্য যে দাস ক্রীতদাস।
ক্রয় করা উচিত যা ক্রেতব্য।
ক্রয় করা হয়েছে ক্রীত।
ক্রমে ক্রমে এসেছে যা ক্রমাগত।
কুশের অগ্রভাগের ন্যায় সূক্ষ্ম বুদ্ধি যার কুশাগ্রবুদ্ধি।

কামের উত্তেজনায় অন্ধ যে কামান্ধ।
কাম লালসার উদ্রেক করে যা কামোদ্দীপক।
কম কথা বলে যে স্বল্পভাষী।
কম আহার করে যে স্বল্পাহারী।
কম আছে বা হয়েচে যা কমা।
কংসের শত্র“ যিনি কংসারি।
কথকতা বা পুরাণ পাঠ করেন যিনি কথক।
কেবল আপনার লাভ দেখে যে স্বার্থপর।
কষ্টে লাভ করা যায় যা দুর্লভ।
কষ্টে অতিক্রম করা যায় যা দুরতিক্রম।
কথার দ্বারা যা বর্ণনা করা যায় না অবর্ণনীয়।
কষ্টে গমন করা যায যেখানে দুর্গম।
কষ্টে যা জয় করা যায় দুর্জন।
কর্মের তত্ত্বাবধান করেন যিনি কর্মকর্তা।
কর্মের জন্য নিযুক্ত ব্যক্তি কর্মচারী।
কাটা যায় যার দ্বারা কাটারি।
কাজে প্রথম ব্রতী হওয়া হাতেখড়ি।
কল্পিত বা মনগড়া নয় এমন অকল্পিত।
কাজে লাগানো যায় না এমন অকার্যকর।
কৃতকর্ম বা গত বিষয়ের জন্য খেদ অনুশোচনা।
কুয়ার ব্যাঙের ন্যায় যে নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ এবং বাইরের জগতের প্রতি আগ্রহহীন কূপমণ্ডুক।
কারও পরিবর্তে কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি প্রতিনিধি।
কীসে উপকার এবং কীসে ক্ষতি হবে সে সম্বন্ধে চেতনা হিতাহিতজ্ঞান।
কল্রাণকর উপদেশ দেয় যে হিতোপদেষ্টা।
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা ক্ষয়িষ্ণু/ক্ষীয়মাণ।
ক্ষণস্থায়ী প্রভা যার ক্ষণপ্রভা।
ক্ষণে ক্ষণে যার খেয়াল বদলায় খামখেয়ালি।
ক্ষমা পাওয়ার যোগ্য ক্ষমার্হ।
ক্ষুদ্র নাটক নাটিকা।
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বোম পঞ্চভূত।
ক্ষুদ্র কাষ্ঠখণ্ড কষ্ঠিকা।
ক্ষতিপূরণের জন্য প্রদত্ত অর্থাদি খেসারত।
ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা।
ক্ষীণ প্রতিধ্বনির বিস্তার অনুরণন।
——————————————————————

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই