এককথায় প্রকাশ শুবাচ  ক-ক /৩০ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

ক্ষমা করিবার যোগ্য তিতিক্ষা, চিক্ষমিষা।
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা ক্ষীয়মান।
ক্ষমা পাইবার যোগ্য ক্ষমার্হ।
ক্ষুদ্র আখ্যান উপাখ্যান।

ক্ষুদ্র বাগান বাগিচা।
ক্ষুদ্র কাক পাতিকাক।
ক্ষুদ্র নাটক নাটিকা।
ক্ষুদ্র পাহাড় টিলা।
ক্ষুদ্র শাখাযুক্ত গাছ ক্ষুপ।
ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ।
ক্ষুদ্রাকৃতি মানব মানবক।
ক্ষুধার অল্পতা অগ্নিমান্দ্য।
ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম পঞ্চভূত।
ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ক্লান্তি জয়ের বিদ্যা অতিবলা।
করবার যোগ্য করণীয়।
কষ্টে যা বারণ করা যায়দুর্বার।
কোকিলের ডাক কুহু।
কশ্যপের পুত্র কাশ্যপ।
কুন্তীর পুত্র কৌন্তেয়।
কুৎসিত আচরণ যার কদাচার।
কানের অলংকার কুণ্ডল।
কণ্ঠের অলংকার- কণ্ঠী।
ক্লেশ পাচ্ছে যে ক্লিশ্যমান।
কষ্টি পাথরে ঘর্ষিত নিকষিত।
কনুইর ওপরের বাহুভাগ প্রগগু।
কনুই থেকে কব্জি পর্যন্ত বাহুভাগ প্রকোষ্ঠ।
কোনো বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে বীতশ্রদ্ধ।
ক্ষমার যোগ্য ক্ষমার্হ।
কূলের বিরুদ্ধে প্রতিকূল।
কোন কিছু থেকে যায় ভয় নেই অকুতোভয়।
কাজ করতে যে দেবী করে দীর্ঘসূত্রী।
ক্ষমা করিবার ইচ্ছা তিতিক্ষা।
কর্ম করার শক্তি যার নেই অকর্মণ্য।
কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ অধঃকায়।
কেউ যা জানে না অজ্ঞাত।
কখনো যা চিন্তা করা যায় না অচিন্ত্য/অচিন্তনীয়।
———————————————————————

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

Language
error: Content is protected !!