এককথায় প্রকাশ শুবাচ  খ-খ /৩৫ Dr Mohammed Amin

 

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  খ-খ /৩৫ Dr Mohammed Amin

খড় দিয়ে তৈরি খড়ো।
খরচের হিসাব নেই যার বেহিসেবী।
খেলায় পটু  খেলোয়াড়।
খাবার ইচ্ছা বুভুক্ষা।
খুশি করতে ইচ্ছুক প্রিয়চিকীর্ষু।
 
খ-তে (আকাশে) চরে যে খেচর।
খেয়া পার করার অর্থ পারানী।
খাওয়ার ইচ্ছা ক্ষুধা।
খাওয়ার জন্য যে খরচ খাইখরচ।
খ্যাতি আছে যার খ্যাতিমান।
 
খনি থেকে উৎপন্ন খনিজ।
খাল, নালা ইত্যাদির পার পগার।
খাদ নেই যার নিখাদ।
খুব কাছে অবস্থিত  সন্নিকট।
খরচের হিসাব নেই যার বেহিসাবী।
 
খুশি করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
খরচ করে না যে নিখরচে।
খুঁত খুঁত করা স্বভাব যার খুঁতখুঁতে।
খাওয়ার জন্য আগ্রহ প্রকাশের ভাব খাইখাই।
খুন করেছে যে খুনী।
খেদ আছে এমন খিদ্যমান।
খোদাই করা হয়েছে এমন ক্ষোদিত।
খাজনা দিতে হয় না এমন নিষ্কর।

All Link

Language
error: Content is protected !!