ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ খ-খ /৩৫ Dr Mohammed Amin
খড় দিয়ে তৈরি খড়ো।
খরচের হিসাব নেই যার বেহিসেবী।
খেলায় পটু খেলোয়াড়।
খাবার ইচ্ছা বুভুক্ষা।
খুশি করতে ইচ্ছুক প্রিয়চিকীর্ষু।
খ-তে (আকাশে) চরে যে খেচর।
খেয়া পার করার অর্থ পারানী।
খাওয়ার ইচ্ছা ক্ষুধা।
খাওয়ার জন্য যে খরচ খাইখরচ।
খ্যাতি আছে যার খ্যাতিমান।
খনি থেকে উৎপন্ন খনিজ।
খাল, নালা ইত্যাদির পার পগার।
খাদ নেই যার নিখাদ।
খুব কাছে অবস্থিত সন্নিকট।
খরচের হিসাব নেই যার বেহিসাবী।
খুশি করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
খরচ করে না যে নিখরচে।
খুঁত খুঁত করা স্বভাব যার খুঁতখুঁতে।
খাওয়ার জন্য আগ্রহ প্রকাশের ভাব খাইখাই।
খুন করেছে যে খুনী।
খেদ আছে এমন খিদ্যমান।
খোদাই করা হয়েছে এমন ক্ষোদিত।
খাজনা দিতে হয় না এমন নিষ্কর।