এককথায় প্রকাশ শুবাচ  খ-খ /৩৪ Dr Mohammed Amin

 

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  খ-খ /৩৪ Dr Mohammed Amin

খবরের কাগজ সংবাদপত্র, পত্রিকা।
খড়ের গাদা পালুই।
খড়ের ঘরের মিস্ত্রি ঘরামি।
খট্টাশ জাতীয় পশু ভাম।
খাগড়ায় প্রস্তুত খাগড়াই।
 
খাজনা আদায় করে যে খাজাঞ্চি।
খাতাপত্তর রাখার ঘর দপ্তরখানা।
খাদ নেই এমন স্বচ্ছ রূপো চাঁদি।
খুচরো ব্যয় হাতখরচ।
খুব কাছে অবস্থিত সন্নিকট।
 
খুব নরম মোলায়েম।
খুব বেশি দূরে নয় নাতিদীর্ঘ।
খুব শীত নয় খুব গরমও নয় নাতিশীতোষ্ণ।
খুরের আঘাতের শব্দ খুরসানি।
খুশি করতে ইচ্ছুক প্রিয়চিকীর্ষু।
 
খেলায় পটু খেলোয়াড়।
খাওয়ার উপযুক্ত খাদ্য।
খ (আকাশ) আলোকিত করে যা খদ্যোত।
খুশি করতে ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
খেয়া পার করে যে পাটনি।
 
খেয়া পারের পয়সা পারানি।
খোলার চাল/খড়ের ছাদ ছপ্পর।
খোলস ত্যাগ করা: নির্মোচন।
খোশ (আনন্দপূর্ণ) মেজাজ যার খোশমেজাজি।
খর্বকায় দুর্বল অল্পতনু।

All Link

Language
error: Content is protected !!