ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ গ-গ /৩৮ Dr Mohammed Amin
গাণ্ডিব ধনু যার গাণ্ডিবধম্বা।
গাণ্ডিব ধরেন যিনি গাণ্ডিবধারী।
গ্রাম রক্ষণে নিযুক্ত গ্রামিক।
গ্রাম্য চৗকিদার সাহানা।
গ্রাম্য পথ মাড়াল।
গ্রামে জাত গ্রাম্য।
গ্রামের প্রান্তে বাস করে যে অন্তেবাসী।
গ্রামের মোড়ল মুকদ্দম।
গ্রামের সমষ্টি ডিহি।
গ্রাস করা হয়েছে এমন কবলিত, গ্রস্ত।
গিরিতে শয়ন করে যে গিরিশ।
গিরিবাজের কন্যা গিরিজা।
গিরির মধ্যে শ্রেষ্ঠ গিরীশ।
গিন্নির মতো ভাব গিন্নিপনা।
গুরুগৃহে বাস করে যে অন্তেবাসী।
গুরুর পত্নী গুর্বী।
গুরুর বাসগৃহ গুরুকুল।
গুরুর ভাব গরিমা।
গুড়মিশ্রিত তামাক গুড়ুক।
গুপ্তসংকেত টিপুনি।
গৃহযোগ্য ভূমি বাস্তু।
গৃহত্যাগী মুসলমান ফকির কলন্দর।
গৃহস্থ আশ্রয় গার্হস্থ্য।
গৃহে আগত অজ্ঞাত ব্যক্তি অতিথি।
গৃহে স্থায়ীভাবে বাসকারী দৃষ্টব্যক্তি বাস্তুঘুঘু।
গৃহের প্রধান প্রবেশদ্বার দেড়লি, দেহলি।
গোচরে নয় যা অগোচরে।
গো দোহনকারী কন্যা দুহিতা।
গোপন করিতে ইচ্ছুক জুগুপ্সু।
গোপনে অবস্থান অজ্ঞাতবাস।