এককথায় প্রকাশ শুবাচ  গ-গ /৩৯ Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  গ-গ /৩৯ Dr Mohammed Amin

গোপন সংবাদ সংগ্রহকারী গুপ্তচর।
গোচরে উৎপন্ন গুবরে।
গোরু বাছুরের যাতায়াতের পথ ডহর।
গোরু প্রভৃতির চারণ ভূমি গোচর।
গোরুর খুর শফ।
 
গোরুর চোখের মতো ছোট্ট বাতায়ন গবাক্ষ।
গোরুর পা থেকে ধুলো ওড়ে যখন গোধূলি।
গোরুর ডাক রম্ভা।
গোরুর মুখের মতো মুখ গোমুখ।
গোরুর লেজের চুল গোবালি।
 
গোরুকে পালন করে যে গোপ।
গোলমালের শব্দ হ্রাদ।
গোলা নিক্ষেপ করে যে গোলন্দাজ।
গোয়ালার মেয়ে গোপী।
গোষ্ঠের অধ্যক্ষ গোবিন্দ।
 
গৌরবের সঙ্গে বর্তমান সগৌরব।
গভীর রাত্রি নিশীথ।
গভীর জ্ঞান প্রজ্ঞা।
গভীর নিদ্রায় মগ্ন নিষুপ্ত।
গম্ভীর শব্দ নির্ঘোষ।
 
গম্ভীর ধ্বনি মন্দ্র।
গচ্ছিত বস্তু ন্যাস।
গুরুর পত্নী গুর্বী।
গোরুর পায়ের দ্বারা চিহ্নিত স্থান গোষ্পদ।
গাছের ছাল বাকল।
 
গাছের পাতায় তৈরি পাত্র পত্রপুট।
গভীর মনোযোগের সাথে লিপ্ত নিবিষ্ট।
গোরুর চোখের মতো ক্ষুদ্র বায়ুপথ গবাক্ষ।
গতিমীল ঊর্মি চলোর্মি।
গবাদিপশুর পাল বাথান।
Language
error: Content is protected !!