ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ গ-গ /৩৬ Dr Mohammed Amin
গগনে অস্পষ্ট আলোকিত বাষ্পপুঞ্জ নীহারিকা।
গজের মতো বিশালাকায় গজন্দর।
গজের মুখের মতো মুখ যার গজানন।
গণনার যোগ্য নয় যা নগণ্য।
গণপতির উপাসনা করেন যিনি গাণপত্য।
গণ যে নারীর ভর্তা গণিকা।
গত পরশুর আগের দিন তরশু।
গত হয়েছে শোক যার বীতশোক।
গত হয়েছে শ্রদ্ধা যার বীতশ্রদ্ধ।
গত হয়েছে কামনা যার বীতকাম।
গতির অভাব বেগতিক।
গন্ধ বহন করে যে গন্ধবহ।
গতিশীল ঢেউ চলোর্মি।
গবাদি পশুর পাল বাথান।
গভীর জ্ঞান প্রজ্ঞা।
গভীর রজনী নিশীথ।
গমন করিতে পারে যে জঙ্গম।
গমন করিতে ইচ্ছুক গন্তুকাম।
গমন করিবার ইচ্ছা জিগমিষা।
গমন করে না যে নগ, অগ।
গরম জল উষ্ণোদক।
গরু রাখার স্থান গোশাল।
গলগ্রহ হয়ে থাকা গলগ্রহিতা।
গলায় কাপড় দিয়েছে যে গললগ্নী-কৃতবাস।
গলায় গলায় যে ভাব গলাগলি।
গঙ্গাজলে মুমূর্ষু ব্যক্তির নিম্নাঙ্গ নিমজ্জিত রেখে পারলৌকিক ক্রিয়াদি অন্তর্জলি।
গঙ্গাজল স্পর্শ পূর্বক শপথ গঙ্গাজলি।
গঙ্গা ধরে যে গঙ্গাধর।
গঙ্গার অপত্য গাঙ্গেয়।
গঙ্গার শাখানদী গাঙ্গিনী।