এককথায় প্রকাশ শুবাচ  গ-গ /৪০Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ  গ-গ /৪০Dr Mohammed Amin

গরুগৃহে বাস করে যে অন্তেবাসী।
গোপন করার ইচ্ছা জুগুপ্সা।
গোপনে অবস্থান অজ্ঞাতবাস।
গৌরবের সাথে বর্তমান সগৌরব।
গ্রাবী যার সুন্দর সুগ্রীব।
 
গোলাপের মতো রং যার গোলাপি।
গঙ্গার অপত্য গাঙ্গেয়
গিরির স্ত্রী গিরিজায়া।
গিন্নির মতো ভাব গিন্নিপনা।
গজের মতো বিশালাকায় গজন্দর।
 
গাধির পুত্র গাধেয়
গৃহস্থের আশ্রয়  গার্হস্থ্য
গাছে উঠতে পটু যে গেছো।
গৃহে থাকে যে গৃহস্থ।
গমনের ইচ্ছা জিগমিষা।
 
গ্রস্থসমাপ্তিতে কবির নাম রচনাকাল প্রভৃতির উল্লেখ পুষ্পিকা।
গ্রন্থাদির অধ্যায় স্কন্ধ।
গোবরে উৎপন্ন গুবরে।
গোরুর ন্যায় মূর্খ গোমূর্খ।
গাড়ি চালায় যে গাড়োয়ান।
 
গান করে যে গায়ক।
গাছের পাতায় তৈরি পাত্র পত্রপুট।
গাধার ডাক রাসভ।
গ্রন্থ রাখার গৃহ গ্রন্থাগার।
গত্যন্তর না থাকায় অগত্যা।
 
গ্রহণ করার ইচ্ছা জিঘৃক্ষা।
গলায় কাপড় দিয়ে গলবস্ত্র।
গত হয়েছে আয়ু যার গতায়ু।
গুরুর নিকট থেকে লব্ধ যে বিদ্যা গুরুকে বধ করার জন্য ব্যবহৃত হয় গুরুমারাবিদ্যা।
গোপন করার যোগ্য গোপনীয়।
গম্ভীর ধ্বনি মন্দ্র।
গোপনে সংবাদ সংগ্রহ করে যে গোয়েন্দা।
গজ বা হাতিতে আরোহণ করেন যিনি গজারোহী।
গৃহে গৃহে প্রতিগৃহে।
গলায় ফাঁস আঁটিয়ে যে মৃত্যুতণ্ড ফাঁসি।
 
গোরুর খুরে চিহ্নিত স্থান গোষ্পদ।
গেরিক বর্ণে রঞ্জিন গেরুয়া।
গোরুর মতো নিরীহ গোবেচারী।
গোলাপ ফুলের মতো কোমলাঙ্গ গলবদন।
গ্রহণ করা হয়েছে এমন গৃহীত।
 
গোঁয়ারের ভাব গোয়ার্তুমি।
গোঁফ-দাড়িবিহীন পুরুষ মাকুন্দ।
গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা বন্ধক।
Language
error: Content is protected !!