Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ ঘ-ঘ /৪১Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঘ-ঘ /৪১Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
ঘনীভূত বায়বীয় পদার্থকে আরও হালকা করা তনুকরণ।
ঘটনার বিবরণ দান প্রতিবেদন।
ঘটা করে আরম্ভ বহ্বারম্ভ।
ঘন হচ্ছে যা ঘনায়মান।
ঘর ছাওয়ার খড় ছন।
 
ঘোষের সন্তান ঘোষজা।
ঘোষের পত্নী ঘোষজায়া।
ঘরের অভাব যার হা ঘরে।
ঘরের দিকে মুখ যার ঘরমুখো।
ঘণ্টাজনিত সময় নির্দেশ করে যে ঘড়িয়াল।
 
ঘাট ভিন্ন অন্য স্থান আঘাটা।
ঘাটের দেখা শোনা করে যে ঘাটোয়াল।
ঘাম ঝড়ে পড়েছে এমন গলদঘর্ম।
ঘামের দ্বারা ভিজা: ঘর্মাক্ত।
ঘাসের মতো দেখতে আগাছা আঘাসা।
 
ঘ্রাণের যোগ্য ঘ্রেয়।
ঘুমোচ্ছে এমন ঘুমন্ত।
ঘুমের জন্য কাতুরে ঘুমকাতুরে।
ঘুরছে যা ঘূর্ণায়মান।
ঘুর পাক খেয়ে উল্লসিত নাচ তুর্কিনাচন।
 
ঘৃণার উদ্রেক করে যা ঘৃণাকর।
ঘৃতের দ্বারা পাক ঘৃতপক্ক।
ঘোর অন্ধকার রাত্রি তামসী, তমিস্রা।
ঘোলার ভাব  ঘোলাটে।
ঘোড়ার খুরের ঘর্ষণ ও হ্রেষাধ্বনি খরসানি।
 
ঘোড়ার গাড়ির চালক কোচওয়ান।
ঘোড়ার ঘাস কাটে যে ঘেসেড়া।
ঘোড়ার ডাক হ্রেষা।
ঘোড়ার বল্গা লাগাম।
ঘোড়া রাখার জায়গা আস্তাবল।

 


All Link

All Links/1

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

——————

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন


বাংলা শব্দের পৌরাণিক উৎস

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

এক মিনিটের পাঠশালা/২

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ