এককথায় প্রকাশ শুবাচ ঘ-ঘ /৪২Dr Mohammed Amin

ঘোড়ার সাজ জিন।
ঘন হয়েছে যা ঘনীভূত।
ঘন হয়ে আসছে যা ঘনায়মান।
ঘন অন্ধকার রাত্রি তমিস্রা।
ঘর্মের দ্বারা সিক্ত ঘর্মাক্ত।
 
ঘোরানো হচ্ছে যা ঘূর্ণ্যমান।
ঘন হচ্ছে যা ঘনীভূত।
ঘামের দ্বারা ভিজা ঘর্মাক্ত।
ঘুমের জন্যে কাতর ঘুমকাতুরে।
ঘটনার বিবরণ দান প্রতিবেদন।
 
ঘোড়ার টানা গাড়ি ঘোড়গাড়ি।
ঘৃণার যোগ্য ঘৃণার্হ/ঘৃণ্য।
ঘরে পালিত যে জামাই ঘরজামাই।
ঘরর্কনাই যে নারীর সর্বস্ব অতিঘরন্তী।
ঘর পুড়েছে যার ঘরপোড়া।
 
ঘরের শান্তি নষ্ট করে এমন রমণী ঘরভাঙানী।
ঘুমে সর্বদাই যে আচ্ছন্ন থাকতে ইচ্ছুক ঘুমকাতুরে।
ঘন বা ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে এমন ঘনায়মান।
ঘরের কোণ ছাড়িয়ে বের হতে চায় না এমন ঘরকুণো।
ঘরের সব গুপ্তকথা জানে এবং ফাঁস করে এমন ঘরসন্ধানী।
 
ঘর নির্মাণ ও মেরামতের কাজ করে যে লোক ঘরামি।
ঘামে ভিজে গেছে এমন শারীর ঘর্মাক্তকলেবর।
ঘর্ষণ বা পেষণজাত গন্ধ পরিমল।
ঘৃণের অল্প গন্ধ যাতে ঘৃতগন্ধি।
ঘোড়ায় চড়ে বাজি জেতার জন্য যে দৌড় ঘোড়দৌড়।
 
ঘোড়ায় আরোহণ করে যে ঘোড়সাওয়ার।
ঘটকের কাজ ঘটকালী।
ঘ্রাণ নেওয়া হয়নি এমন অনাঘ্রাত।
ঘন হয়ে আসছে বা ক্রমশ নিকটবর্তী হচ্ছে ঘনায়মান।
ঘোড়ার কদমের শব্দ দড়বড়।
ঘটেছে বা ঘটানো হয়েছে সংঘটিত।

 


All Link

All Links/1

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

——————

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন


বাংলা শব্দের পৌরাণিক উৎস

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

এক মিনিটের পাঠশালা/২

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

Language
error: Content is protected !!