ড. মোহাম্মদ আমীন
ঘোড়ার সাজ জিন।
ঘন হয়েছে যা ঘনীভূত।
ঘন হয়ে আসছে যা ঘনায়মান।
ঘন অন্ধকার রাত্রি তমিস্রা।
ঘর্মের দ্বারা সিক্ত ঘর্মাক্ত।
ঘোরানো হচ্ছে যা ঘূর্ণ্যমান।
ঘন হচ্ছে যা ঘনীভূত।
ঘামের দ্বারা ভিজা ঘর্মাক্ত।
ঘুমের জন্যে কাতর ঘুমকাতুরে।
ঘটনার বিবরণ দান প্রতিবেদন।
ঘোড়ার টানা গাড়ি ঘোড়গাড়ি।
ঘৃণার যোগ্য ঘৃণার্হ/ঘৃণ্য।
ঘরে পালিত যে জামাই ঘরজামাই।
ঘরর্কনাই যে নারীর সর্বস্ব অতিঘরন্তী।
ঘর পুড়েছে যার ঘরপোড়া।
ঘরের শান্তি নষ্ট করে এমন রমণী ঘরভাঙানী।
ঘুমে সর্বদাই যে আচ্ছন্ন থাকতে ইচ্ছুক ঘুমকাতুরে।
ঘন বা ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে এমন ঘনায়মান।
ঘরের কোণ ছাড়িয়ে বের হতে চায় না এমন ঘরকুণো।
ঘরের সব গুপ্তকথা জানে এবং ফাঁস করে এমন ঘরসন্ধানী।
ঘর নির্মাণ ও মেরামতের কাজ করে যে লোক ঘরামি।
ঘামে ভিজে গেছে এমন শারীর ঘর্মাক্তকলেবর।
ঘর্ষণ বা পেষণজাত গন্ধ পরিমল।
ঘৃণের অল্প গন্ধ যাতে ঘৃতগন্ধি।
ঘোড়ায় চড়ে বাজি জেতার জন্য যে দৌড় ঘোড়দৌড়।
ঘোড়ায় আরোহণ করে যে ঘোড়সাওয়ার।
ঘটকের কাজ ঘটকালী।
ঘ্রাণ নেওয়া হয়নি এমন অনাঘ্রাত।
ঘন হয়ে আসছে বা ক্রমশ নিকটবর্তী হচ্ছে ঘনায়মান।
ঘোড়ার কদমের শব্দ দড়বড়।
ঘটেছে বা ঘটানো হয়েছে সংঘটিত।
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
——————
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন
বাংলা শব্দের পৌরাণিক উৎস
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।