ড. মোহাম্মদ আমীন
চকচক করার ভাব চাকচিক্য।
চকচকে আভা চেকনাই।
চট করে মেজাজ কারাপ করেন যিনি বদমেজাজি।
চরণের পুত্র চাণক্য।
চতুর্দশপদী কবিতা সনেট।
চতুর্দিকে প্রচার সম্প্রচার।
চতুরের ভাব চতুরালি।
চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী অক্ষৌহিণী।
চরণ পদ্ম সদৃশ চরণপদ্ম।
চরাচরের সঙ্গে সচরাচর।
চরিত অর্থ যার চরিতার্থ।
চরিত রূপ অমৃত চরিতামৃত।
চলছে এমন ছবি চলচ্চিত্র।
চলছে যা চলন্ত, চলমান।
চক্র পাণিতে যার চক্রপাণি।
চক্রাকারে পরিভ্রমণ চক্কর।
চক্রাকারে সজ্জিত সৈন্য চক্রাব্যূহ।
চক্রের প্রান্ত ভাগ চক্রধারা।
চক্রের পরিধি চক্রনেমি।
চক্রের মধ্যভাগ চক্রনাভি।
চক্ষু অপ্রীতিকর ঘোর লালবর্ণ টকটকে।
চক্ষু, কর্ণ প্রভৃতির দ্বারা যা জানতে পারা যায় না অতীন্দ্রিয়।
চক্ষু দ্বারা শ্রবণ করে যে চক্ষুঃশ্রবা।
চক্ষু লজ্জা নেই যার চশমখোর।
চক্ষুর অগোচরে অতি ক্ষুদ্র কীট জীবাণু।
চক্ষুর কোণ অপাঙ্গ।
চঞ্চুর মধ্যভাগ চঞ্চুপুট।
চক্ষুর নিমেষকাল পলক।
চঞ্চল মতি যার চঞ্চলমতি।
চন্দ্র সম্বন্ধীয় চান্দ্র।
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
——————
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন
বাংলা শব্দের পৌরাণিক উৎস
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।