চিতাবশেষের ওপর নির্মিত স্তূপ চৈত্য।
চোখে যা দেখা যায় চাক্ষুষ।
চোখের জল অশ্র“।
চিত্রের অবিকল নকল প্রতিচিত্র।
চিরকাল ধরে যা চলছে চিরন্তর।
চক্ষুর সম্মুখে প্রত্যক্ষ।
চক্ষুর আড়ালে পরোক্ষ।
চন্দ্র চূড়াতে যার চন্দ্রচূড়
চাঁদের মতো চাঁদেরপানা।
চিরস্থায়ী নয় যা নশ্বর।
চিরকাল ব্যাপিয়া স্থায়ী চিরস্থায়ী।
চন্দ্র সম্বন্ধীয় চান্দ্র।
চাকার ন্যায় আকার বিশিষ্ট বস্তু বা পথ চক্র।
চাকার ন্যায় বিশিষ্ট আকার যার চক্রাকার।
চাটুবাক্য বা চাটুকারিতে অভ্যস্ত যে চাটুকার।
চোখের নিমেষ না ফেলে অনিমেষ।
চন্দ্রের মতো সুন্দর কান্তি যার চন্দ্রাকান্তি।
চন্দ্রের মতো সুন্দর বদন যার চন্দ্রবদন।
চন্দ্রের মতো সুন্দর আনন যার চন্দ্রানন।
চল্লিশ বছর বয়সে চোখে যে বিশেষ দৃষ্টিক্ষীণতা চালশে।
চার ভুজ আছে যার চতুর্ভুজ।
চেটে খাওয়ার যোগ্য লেহ্য।
চলার শক্তি চলচ্ছক্তি।
চোরা কারবার করে যে চোরাকারবারী।
চর্চা বা অভ্যাস করা হয়নি এমন অননুশীলিত।
চুক্তির নিয়ন্ত্রক নিয়ম শর্ত।
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
——————
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন
বাংলা শব্দের পৌরাণিক উৎস
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।