ড. মোহাম্মদ আমীন
ছড়ানো হয়েছে এমন বিকীর্ণ।
ছড়াছড়ির ফলে নষ্ট সয়লাব।
ছয় মায়ের সন্তান ষান্মাতুর।
ছয় মাস অন্তর ষান্মাসিক।
ছয় আনন যার ষড়ানন।
ছবি আঁকার যন্ত্র চিত্রপট।
ছলপূর্ণ কথা ছলনা।
ছলপূর্ণ উক্তি ব্যাঙ্গোক্তি।
ছল করিয়া কান্না মায়াকান্না।
ছই ঢাকা ছোটো নৌকা পানসি।
ছন্দোবদ্ধ রচনা পদ্য।
ছন্দোবদ্ধ বাক্য শ্লোক।
ছন্দ জ্ঞান সম্পন্ন ছান্দসিক।
ছাত্রের পুরস্কার স্বরূপ বৃত্তি জলপানি।
ছাদের উপরিস্থ ঘর বলভি।
ছাদ খোলা ঘোড়ার গাড়ি ফিটন।
ছাতার মতো যে গাছ ছাতিম।
ছাগলের ঘর অজাশাল।
ছিন্ন শাখা যার ছিন্নশাখ।
ছিন্ন বস্ত্র চীর।
ছিদ্রপথে আগত আলোয় ভাসমান ধূলিকণা এসরেণু।
ছুটছে যা ছুটন্ত।
ছুটে ছুটে যে কাজ ছুটোছুটি।
ছুতোরের কাজ তক্ষণ।
ছেদনের যোগ্য ছেদ্য।
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
——————
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন
বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন
বাংলা শব্দের পৌরাণিক উৎস
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।