এককথায় প্রকাশ শুবাচ ছ-ছ /৪৮Dr Mohammed Amin

 ছাদ খোলা ঘোড়ার গাড়ি ফিটন।
ছাতার মতো যে গাছ ছাতিম।
ছাগলের ঘর অজাশাল।
ছিন্ন শাখা যার ছিন্নশাখ।
ছিন্ন বস্ত্র চীর।
 
ছিদ্রপথে আগত আলোয় ভাসমান ধূলিকণা এসরেণু।
ছুটছে যা ছুটন্ত।
ছুটে ছুটে যে কাজ ছুটোছুটি।
ছুতোরের কাজ তক্ষণ।
ছেদনের যোগ্য ছেদ্য।
 
ছোটো ডোবা পল্বল।
ছোটো গীতি কবিতা গীতিকা।
ছোটো চেহারার মানব বামন।
ছোটো মোটা বাঁশের লাঠি পাবড়া।
ছোটো ছোটো গল্প গল্পস্বল্প।
 
ছোটো ছুরি ছুরিকা।
ছলপূর্ণ কথা ব্যাজোক্তি।
ছল করে কান্না মায়াকান্না।
ছয় ফোঁটা চিহ্নিত তাস ছক্কা।
ছবি আঁকে যে চিত্রকর।
 
ছিদ্রপথে আগত আলোকরশ্মিতে দৃশ্যমান ধূলিকণা ত্রসরেণু।
ছুতোরের কাজ তক্ষণ।
ছেদনের কাজ ছেদ্য।
ছবি আঁকার বস্ত্র চিত্রপট।
ছেলে ধরে যে ছেলেধরা।
 
ছায়া প্রধান তরু ছায়াতরু।
ছোট ছোট গাছ গাছড়া।
ছিনিয়ে নেয়া বা বলপ্রয়োগ করে কেড়ে নেয়ার কাজ ছিনতাই।

All Link

All Links/1

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

——————

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১২ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১১ ড. মোহাম্মদ আমীন

বহুল ব্যবহৃত কিছু শব্দের শুদ্ধ বানান/১০ ড. মোহাম্মদ আমীন


বাংলা শব্দের পৌরাণিক উৎস

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

এক মিনিটের পাঠশালা/২

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

Language
error: Content is protected !!