ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
জলাশয়ে নির্মিত ঘর জলটুঙ্গি।
জগন্নাথের রথ নন্দিঘোষ।
জনবহুল স্থান জনাকীর্ণ।
জমদগ্নির পুত্র জামদগ্ন্য।
জনসাধারণের সম্মিলিত শক্তি গণশক্তি।
জনশূন্য বন বিজুবন।
জনরব শুনে এসেছেন যিনিÑ রবাহুত।
জনবিরল বিশাল প্রান্তর তেপান্তর।
জনপূর্ণ স্থান সজন।
জনপদের বাসিন্দা জানপদ।
জনকের কন্যা জানকী।
জতু নির্মিত গৃহ জতুগৃহ।
জটা আছে যার জটাধর।
জজের কাজ জজিয়তি।
জলেও চরে স্থলেও চরে উভচর।
জলে জন্ম যার জলজ।
জলে চরে যে জলচর।
জলে ওক্ বা আশ্রয় যার জলৌকা।
জলাদির দ্বারা বেষ্টনÑ পরিখা।
জলময় স্থান বা ভূভাগ অনূপ, জলা।
জল প্রিয় জন্তু আনূপ।
জল পান করার বাসনা উদন্যা।
জল দেখে ভয় পাওয়া জলাতঙ্ক।
জল দেয় যে জলদ।
জরা নেই যার অজর।
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস
বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী
প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন