এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

জলাশয়ে নির্মিত ঘর জলটুঙ্গি।
জগন্নাথের রথ নন্দিঘোষ।
জনবহুল স্থান জনাকীর্ণ।
জমদগ্নির পুত্র জামদগ্ন্য।
জনসাধারণের সম্মিলিত শক্তি গণশক্তি।

জনশূন্য বন বিজুবন।
জনরব শুনে এসেছেন যিনিÑ রবাহুত।
জনবিরল বিশাল প্রান্তর তেপান্তর।
জনপূর্ণ স্থান সজন।
জনপদের বাসিন্দা জানপদ।

জনকের কন্যা জানকী।
জতু নির্মিত গৃহ জতুগৃহ।
জটা আছে যার জটাধর।
জজের কাজ জজিয়তি।
জলেও চরে স্থলেও চরে উভচর।

জলে জন্ম যার জলজ।
জলে চরে যে জলচর।
জলে ওক্ বা আশ্রয় যার জলৌকা।
জলাদির দ্বারা বেষ্টনÑ পরিখা।
জলময় স্থান বা ভূভাগ অনূপ, জলা।

জল প্রিয় জন্তু আনূপ।
জল পান করার বাসনা উদন্যা।
জল দেখে ভয় পাওয়া জলাতঙ্ক।
জল দেয় যে জলদ।
জরা নেই যার অজর।


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

Language
error: Content is protected !!