ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
জমির জরিপকারী সরকারি কর্মচারী কানুনগো।
জমির সীমানার পরিমাপ তায়দাদ।
জমির পরিমাপ জরিপ।
জমদগ্নি ঋষির দৈবশক্তি সম্পন্ন কামধেনু কপিলা।
জলে প্রতিমার নিমজ্জন নিরঞ্জন।
জলের কণা শীকর, সীকর।
জলের ভিতর প্রস্তুত প্রমোদগৃহ জলটুঙ্গি।
জলের মতো তরল পয়রা।
জলের মতো প্রতীয়মান সূর্যকিরণ মরীচিকা।
জলে ডুব দিয়ে নিমজ্জিত বস্তু উদ্ধার করে যে ডুবুরি।
জহ্নু মুনির কন্যা জাহ্নবী।
জন্মের পূর্বে যার পিতার মৃত্যু হয়েছে মরণোত্তরজাতক।
জন্মাচ্ছে যা জায়মান।
জন্ম থেকে অন্ধ জন্মান্ধ।
জঙ্গলে বা বনে উৎপন্ন বাদাড়ে।
জয়সূচক পতাকা জয়পতাকা।
জয়সূচক উৎসব জয়ন্তী।
জয়লাভ করিবার ইচ্ছা জিগীষা।
জয় ঘোষণাকারী শঙ্খ জয়শঙ্খ।
জয় করার যোগ্য জেয়।
জয় করা হয়েছে এমন জিত।
জয় করা কঠিন দুর্জয়।
জলের স্রোত রেত।
জলের শব্দ কল্লোল।
জ্বলজ্বল করছে এমন জাজ্বল্যমান।
জ্বলন্ত যে শিখা জ্বলৎ।
জ্বলন্ত অঙ্গারের চক্রবৎ ঘূর্ণনে সৃষ্ট অগ্নিবলয় অলাতচক্র।
জ্বলন্ত ধূমের পুচ্ছযুক্ত জ্যোতিষ্ক ধূমকেতু।
জাগরণের অভাব অজাগর।
জানার ইচ্ছাজিজ্ঞাসা।
জানু পর্যন্ত লম্বিত আজানুলম্বিত।
জানু পর্যন্ত আজানু।
জাতি থেকে ভ্রষ্ট জাতিভ্রষ্ট।
জানা যায় না যা অজ্ঞেয়।
জানা উচিত জ্ঞাতব্য।
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস