এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

জমির জরিপকারী সরকারি কর্মচারী কানুনগো।
জমির সীমানার পরিমাপ তায়দাদ।
জমির পরিমাপ জরিপ।
জমদগ্নি ঋষির দৈবশক্তি সম্পন্ন কামধেনু কপিলা।
জলে প্রতিমার নিমজ্জন নিরঞ্জন।

জলের কণা শীকর, সীকর।
জলের ভিতর প্রস্তুত প্রমোদগৃহ জলটুঙ্গি।
জলের মতো তরল পয়রা।
জলের মতো প্রতীয়মান সূর্যকিরণ মরীচিকা।
জলে ডুব দিয়ে নিমজ্জিত বস্তু উদ্ধার করে যে ডুবুরি।

জহ্নু মুনির কন্যা জাহ্নবী।
জন্মের পূর্বে যার পিতার মৃত্যু হয়েছে মরণোত্তরজাতক।
জন্মাচ্ছে যা জায়মান।
জন্ম থেকে অন্ধ জন্মান্ধ।
জঙ্গলে বা বনে উৎপন্ন বাদাড়ে।

জয়সূচক পতাকা জয়পতাকা।
জয়সূচক উৎসব জয়ন্তী।
জয়লাভ করিবার ইচ্ছা জিগীষা।
জয় ঘোষণাকারী শঙ্খ জয়শঙ্খ।
জয় করার যোগ্য জেয়।

জয় করা হয়েছে এমন জিত।
জয় করা কঠিন দুর্জয়।
জলের স্রোত রেত।
জলের শব্দ কল্লোল।
জ্বলজ্বল করছে এমন জাজ্বল্যমান।

জ্বলন্ত যে শিখা জ্বলৎ।
জ্বলন্ত অঙ্গারের চক্রবৎ ঘূর্ণনে সৃষ্ট অগ্নিবলয় অলাতচক্র।
জ্বলন্ত ধূমের পুচ্ছযুক্ত জ্যোতিষ্ক ধূমকেতু।
জাগরণের অভাব অজাগর।
জানার ইচ্ছাজিজ্ঞাসা।

জানু পর্যন্ত লম্বিত আজানুলম্বিত।
জানু পর্যন্ত আজানু।
জাতি থেকে ভ্রষ্ট জাতিভ্রষ্ট।
জানা যায় না যা অজ্ঞেয়।
জানা উচিত জ্ঞাতব্য।


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

Language
error: Content is protected !!