Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

জানু পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।
জয় করতে অভ্যস্ত যে জিষ্ণু।
জায়ার অর্থে জীবনধারণকারী জায়াজীব।
জায়া ও পতি দম্পতি।
জাহাজের খালাসি লস্কর।

জামাতার পুত্র জামাতৃপুত্র।
জ্ঞানের সঙ্গে বিদ্যমান সজ্ঞান।
জিভের দ্বারা যা উচ্চারিত হয় জবানি।
জিহবা ও তালুর সংযোগে উচ্চার্য্য তালব্য।
জীব সম্পর্কীয় জৈবিক।

জীবনধারণের উপায় জীবিকা।
জীবনধারণের জন্য দেয় অর্থ খোরপোষ।
জীবনমরণ যুদ্ধ মালট।
জীবনসংগ্রামে টিকে থাকা উদ্বর্তন।
জীবিত উত্তরপুরুষের মৃত পূর্বপুরুষদের আত্মার তৃপ্তির জন্য জল দান তর্পণ।

জীবিত থাকার ইচ্ছা জিজীবিষা।
জীবিত থাকতে ইচ্ছুক জিজীবিষু।
জীবিত থাকিয়াও মৃতের মতো জীবন্মৃত।
জীবের অণু জীবাণু।
জুয়া খেলে যে জুয়াড়ি।

জুয়া চুরি করে যে জুয়াচোর।
জেনেও পাপ করে যে জ্ঞানপাপী।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ পরিবেদন।
জয়সূচক উৎসব জয়ন্তী।
জয় ঘোষক শঙ্খ জয়শঙ্খ।

জয়শীল যে জয়িষ্ণু।
জলযানসমূহের শ্রেণি বহর।
জ্ঞানের ইচ্ছা বিবিৎসা।
জ্ঞাপনের ইচ্ছা জ্ঞীপ্সা।
জ্বলৎ যে শিখা জ্বলদর্চি।

জলের মতো পাতলা পয়রা।
জীবন পর্যন্ত আজীবন।
জরা নেই যার অজর জানা যায় না যা- অজ্ঞেয়।
জন্মগ্রহণ করেছে যে জাতক।
জলনিকাশের নালী পয়ঃপ্রণালি।

জীবিত থেকেও মৃতবৎ জাবন্মৃত।
জলমিশ্রিত চালবাটা পিটালি।
জনক্যাণের নিমিত্ত খনন ও নির্মাণকার্য পূর্ত।
জাহের নিরাপদে থাকার স্থান পোতাশ্রয়।
জীর্ণ বস্ত্র চীর।

 


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন