ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin
জানু পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।
জয় করতে অভ্যস্ত যে জিষ্ণু।
জায়ার অর্থে জীবনধারণকারী জায়াজীব।
জায়া ও পতি দম্পতি।
জাহাজের খালাসি লস্কর।
জামাতার পুত্র জামাতৃপুত্র।
জ্ঞানের সঙ্গে বিদ্যমান সজ্ঞান।
জিভের দ্বারা যা উচ্চারিত হয় জবানি।
জিহবা ও তালুর সংযোগে উচ্চার্য্য তালব্য।
জীব সম্পর্কীয় জৈবিক।
জীবনধারণের উপায় জীবিকা।
জীবনধারণের জন্য দেয় অর্থ খোরপোষ।
জীবনমরণ যুদ্ধ মালট।
জীবনসংগ্রামে টিকে থাকা উদ্বর্তন।
জীবিত উত্তরপুরুষের মৃত পূর্বপুরুষদের আত্মার তৃপ্তির জন্য জল দান তর্পণ।
জীবিত থাকার ইচ্ছা জিজীবিষা।
জীবিত থাকতে ইচ্ছুক জিজীবিষু।
জীবিত থাকিয়াও মৃতের মতো জীবন্মৃত।
জীবের অণু জীবাণু।
জুয়া খেলে যে জুয়াড়ি।
জুয়া চুরি করে যে জুয়াচোর।
জেনেও পাপ করে যে জ্ঞানপাপী।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ পরিবেদন।
জয়সূচক উৎসব জয়ন্তী।
জয় ঘোষক শঙ্খ জয়শঙ্খ।
জয়শীল যে জয়িষ্ণু।
জলযানসমূহের শ্রেণি বহর।
জ্ঞানের ইচ্ছা বিবিৎসা।
জ্ঞাপনের ইচ্ছা জ্ঞীপ্সা।
জ্বলৎ যে শিখা জ্বলদর্চি।
জলের মতো পাতলা পয়রা।
জীবন পর্যন্ত আজীবন।
জরা নেই যার অজর জানা যায় না যা- অজ্ঞেয়।
জন্মগ্রহণ করেছে যে জাতক।
জলনিকাশের নালী পয়ঃপ্রণালি।
জীবিত থেকেও মৃতবৎ জাবন্মৃত।
জলমিশ্রিত চালবাটা পিটালি।
জনক্যাণের নিমিত্ত খনন ও নির্মাণকার্য পূর্ত।
জাহের নিরাপদে থাকার স্থান পোতাশ্রয়।
জীর্ণ বস্ত্র চীর।
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস