এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও যে কনিষ্ঠ বিবাহ করে পরিবেত্তা।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের বিবাহ পরিবেদন।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কারকারী পুরোহিত পরিকর্তা।
জীবনের দৈহিক বিবরণ রোজনামচা।
জীবনধারণের জন্য গৃহীত বৃত্তি জীবিকা।

জয়ের সূচনা করে এরূপ সময় জয়ন্তী।
জেনেও যে পাপ করে জ্ঞানপাপী।
জীবন ধারণের জন্য অবলম্বিত উপায় যা পেশা জীবিকা।
জিভের দ্বারা যা উচ্চারিত হয় জবানি।
জন বিবল বিশাল প্রান্তর তেপান্তর।

জাদু দেখায় যে জাদুকর।
জ্বলছে যা জ্বলন্ত।
জটা আছে যার জটাধর।
জন্মেনি যে অজ।
জানা যায় না যা অজ্ঞেয়।

জানতে ইচ্ছুক জিজ্ঞাসু।
জল পানের জন্য দেয় অর্থ জলপানি।
জল রাখার চারকোনা কুণ্ড চৌবাচ্চা।
জিজ্ঞাসার যোগ্য জিজ্ঞাস্য।
জানাবার যোগ্য জ্ঞাপনীয়।

জল বেষ্টিত ভূভাগ দ্বীপ।
জ্বলছে যে অর্চি জ্বলদর্চি।
জেগে আছে এমন জাগরুক।
জানে এমন জ্ঞাত।
জ্ঞান লাভ করা যায যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রিয়।

জানায় যে জ্ঞাপক।
জগৎজুড়ে ব্যাপ্ত আছেন যিনি জগন্মায়।
জায়া ও পতি দম্পতি।
জন্মেনি যে অজ।
জন্ম হতে দুঃখী জনমদুঃখী।

জন্ম থেকে শুরু করে আজন্ম।
জনগণের প্রিয় জনপ্রিয়।
জেগে আছে এমন জাগ্রত।
জীবনের যেসব স্মৃতি স্মরণ আছে জীবনস্মৃতি।
জানা হয়েছে এমন জ্ঞান/বিদিত।

 


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

Language
error: Content is protected !!