ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও যে কনিষ্ঠ বিবাহ করে পরিবেত্তা।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের বিবাহ পরিবেদন।
জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কারকারী পুরোহিত পরিকর্তা।
জীবনের দৈহিক বিবরণ রোজনামচা।
জীবনধারণের জন্য গৃহীত বৃত্তি জীবিকা।
জয়ের সূচনা করে এরূপ সময় জয়ন্তী।
জেনেও যে পাপ করে জ্ঞানপাপী।
জীবন ধারণের জন্য অবলম্বিত উপায় যা পেশা জীবিকা।
জিভের দ্বারা যা উচ্চারিত হয় জবানি।
জন বিবল বিশাল প্রান্তর তেপান্তর।
জাদু দেখায় যে জাদুকর।
জ্বলছে যা জ্বলন্ত।
জটা আছে যার জটাধর।
জন্মেনি যে অজ।
জানা যায় না যা অজ্ঞেয়।
জানতে ইচ্ছুক জিজ্ঞাসু।
জল পানের জন্য দেয় অর্থ জলপানি।
জল রাখার চারকোনা কুণ্ড চৌবাচ্চা।
জিজ্ঞাসার যোগ্য জিজ্ঞাস্য।
জানাবার যোগ্য জ্ঞাপনীয়।
জল বেষ্টিত ভূভাগ দ্বীপ।
জ্বলছে যে অর্চি জ্বলদর্চি।
জেগে আছে এমন জাগরুক।
জানে এমন জ্ঞাত।
জ্ঞান লাভ করা যায যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রিয়।
জানায় যে জ্ঞাপক।
জগৎজুড়ে ব্যাপ্ত আছেন যিনি জগন্মায়।
জায়া ও পতি দম্পতি।
জন্মেনি যে অজ।
জন্ম হতে দুঃখী জনমদুঃখী।
জন্ম থেকে শুরু করে আজন্ম।
জনগণের প্রিয় জনপ্রিয়।
জেগে আছে এমন জাগ্রত।
জীবনের যেসব স্মৃতি স্মরণ আছে জীবনস্মৃতি।
জানা হয়েছে এমন জ্ঞান/বিদিত।
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস