এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

ঝগড়া করা যার স্বভাব ঝগড়াটে।
ঝোপঝাড় পূর্ণ স্থান জঙ্গল।
ঝুলে পড়েছে এমন প্রলম্বিত।
ঝুলে থাকা কুঞ্চিত চুলের গোছা ঝল্লরী।
ঝুলছে যা ঝুলন্ত।

ঝিনুকের গর্ভজাত রত্ন মুক্তা।
ঝাঁটার দ্বারা উত্থিত ধূলিরাশি অকবর।
ঝাঁট দেয় যে ঝাঁড়ুদার।
ঝাড়মোছ করা হয় যার দ্বারা ঝাড়ন।
ঝড়ের প্রচণ্ড ধাক্কা ঝাপট্।

ঝন ঝন শব্দ ঝংকার, ঝনতকার।
ঝট করে টান ঝটকা।
ঝগড়াটে স্ত্রীলোক কুঁদুলি।
ঝড়সহ বৃষ্টি ঝঞ্ঝা।
ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস ঝঞ্ঝাবর্ত।

ঝাঁট দেওয়ার কাজ করে যে ঝাড়ুদার।
ঝড় বা বাতাসের প্রবল ধাক্কা ঝাপটা।
ঝাড়া মোছা হয় যার দ্বারা ঝাড়ন।
ঝলকে ঝলকে উজ্জ্বলতা প্রকাশ পায় যার ঝলমলে।

 


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

Language
error: Content is protected !!