ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
ঝগড়া করা যার স্বভাব ঝগড়াটে।
ঝোপঝাড় পূর্ণ স্থান জঙ্গল।
ঝুলে পড়েছে এমন প্রলম্বিত।
ঝুলে থাকা কুঞ্চিত চুলের গোছা ঝল্লরী।
ঝুলছে যা ঝুলন্ত।
ঝিনুকের গর্ভজাত রত্ন মুক্তা।
ঝাঁটার দ্বারা উত্থিত ধূলিরাশি অকবর।
ঝাঁট দেয় যে ঝাঁড়ুদার।
ঝাড়মোছ করা হয় যার দ্বারা ঝাড়ন।
ঝড়ের প্রচণ্ড ধাক্কা ঝাপট্।
ঝন ঝন শব্দ ঝংকার, ঝনতকার।
ঝট করে টান ঝটকা।
ঝগড়াটে স্ত্রীলোক কুঁদুলি।
ঝড়সহ বৃষ্টি ঝঞ্ঝা।
ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস ঝঞ্ঝাবর্ত।
ঝাঁট দেওয়ার কাজ করে যে ঝাড়ুদার।
ঝড় বা বাতাসের প্রবল ধাক্কা ঝাপটা।
ঝাড়া মোছা হয় যার দ্বারা ঝাড়ন।
ঝলকে ঝলকে উজ্জ্বলতা প্রকাশ পায় যার ঝলমলে।
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস