ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
টকটকে লাল কস্তা।
টাকা ধার দেওয়াব কাজ মহাজনি।
টাকা দেওয়ার বরাতী পত্র হুন্ডি।
টাকাকড়ি ও সম্পত্তি ধনদৌলত।
টাইমের বাইরে বেটাইম।
টাট্টু ঘোড়ায় টানা দুচাকার গাড়ি টাঙা।
টিয়াপাখির মতো নাক যার শুকনাস।
টোলে শিক্ষাপ্রাপ্ত টুলো।
টেলে পড়েনি এমন নিটোল।
টোটকা ওষুধ মুষ্টিযোগ।
টোল পড়েনি যাতে নিটোল।
টলে পড়ার অবস্থা টলায়মান।
টলটল করছে এরূপ টলটলায়মান।
টহল দেয় যে টহলদার।
টক হতে যাওয়া টকা।
টক করে ফেলা টকানো।
টাকশালের কর্তা টঙ্কপতি।
টিপিয়া বন্ধ করা হয় যাহা টিপকল।
টনটন করা টাটানো।
টাক আছে যার মাথায় টেকো।
টপ্পা গায় যে টপ্পাদার।
টলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন টলটলায়মান।
টিপিয়া আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি টিপকল।
টিপটিপ করে ভয়ে বা দুর্বলতায় যার অন্তর টিপটিপে।
টপটপ করে পড়ে এমন টপটপে।
টসটস করছে এমন টসটসে।
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin
বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব
বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি
বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে
সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ
দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।
স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস