এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

টকটকে লাল কস্তা।
টাকা ধার দেওয়াব কাজ মহাজনি।
টাকা দেওয়ার বরাতী পত্র হুন্ডি।
টাকাকড়ি ও সম্পত্তি ধনদৌলত।
টাইমের বাইরে বেটাইম।

টাট্টু ঘোড়ায় টানা দুচাকার গাড়ি টাঙা।
টিয়াপাখির মতো নাক যার শুকনাস।
টোলে শিক্ষাপ্রাপ্ত টুলো।
টেলে পড়েনি এমন নিটোল।
টোটকা ওষুধ মুষ্টিযোগ।

টোল পড়েনি যাতে নিটোল।
টলে পড়ার অবস্থা টলায়মান।
টলটল করছে এরূপ টলটলায়মান।
টহল দেয় যে টহলদার।
টক হতে যাওয়া টকা।

টক করে ফেলা টকানো।
টাকশালের কর্তা টঙ্কপতি।
টিপিয়া বন্ধ করা হয় যাহা টিপকল।
টনটন করা টাটানো।
টাক আছে যার মাথায় টেকো।

টপ্পা গায় যে টপ্পাদার।
টলে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন টলটলায়মান।
টিপিয়া আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি টিপকল।
টিপটিপ করে ভয়ে বা দুর্বলতায় যার অন্তর টিপটিপে।
টপটপ করে পড়ে এমন টপটপে।
টসটস করছে এমন টসটসে।

 


All Link

All Links/1

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৯ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৮ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৭ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৬ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৫ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/৪ Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ অ-অ/২ Dr Mohammed Amin

এক মিনিটের পাঠশালা /৭

এক মিনিটের পাঠশালা /১৭

এক মিনিটের পাঠশালা /১৮

এক মিনিটের পাঠশালা/১৯

এক মিনিটের পাঠশালা /২০

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮

বাংলা শব্দের পৌরাণিক উৎস: সুরা, লেজেগোবরে, সাতসমুদ্র, বিরাশি সিক্কার চড়

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বাটপাড়, ষোলোকলা, হাবভাব

বাংলা শব্দের পৌরাণিক উৎস: বস্তাপচা বুলি, ফোড়ন কাটা, ফুলঝুরি

বাংলা শব্দের পৌরাণিক উৎস: যত দোষ নন্দ ঘোষ প্রফুল্ল চালশে

সূত্র: বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমনি, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

মাস্ক ( mask) ও করোনাভাইরাস জীবাণু বীজাণু এবং বিবিধ

বাংলা শব্দ তালিকা শুদ্ধীকরণ/১

দেখুন আপনার পোস্ট/যযাতি কেন অনুমোদন হয় না।

স্যমন্তক বাংলা সাহিত্যের একটি অনবদ্য উপন্যাস

বইয়ের নাম স্যমন্তক , রিপন কুমার চৌধুরী

প্রসঙ্গ স্যমন্তক, মুশাররফ হোসেন

Language
error: Content is protected !!