Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৫৮Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৫৮Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
তুমি ও সে তোমরা।
তরঙ্গ আছে যার তরঙ্গিণী।
তরল অথচ গাঢ় সান্দ্র।
তরণ করিতে ইচ্ছুক তিতীর্ষু।
তবলায় দক্ষ বা নিপুণ তবলচি।
 
তৃষ্ণার সঙ্গে সতৃষ্ণা।
তপস্যার নিমিত্তবন তপোবন।
তনুর ভাব তনিমা।
তনু থেকে জন্ম যার তনুজ, তনুজা।
তটে আছে এমন তটস্থ।
 
তট আছে যার (স্ত্রী) তটিনী।
তীর নিক্ষেপে ওস্তাদ তীরন্দাজ।
তড়িৎ থেকে উৎপন্ন তাড়িত।
তরঙ্গ উঠছে যাতে তরঙ্গায়িত।
তরঙ্গের শব্দ কল্লোল।
 
তহশীলে খাজনা আদায় করে যে তহশীলদার।
তণ্ডু মুনির প্রবর্তিত নৃত্য তাণ্ডব।
তন্তু থেকে জাত তন্তুজ।
তন্ত্র সাধনা করেন যিনি তান্ত্রিক।
তন্ত্রীহীন বীণা কোলম্বক।
 
তন্ত্রে মন্ত্রে পারদর্শিনী নারী দেয়াসিনী।
তিন পদের সমাহার ত্রিপদী।
তিন দিক ত্রিধা।
তিন তিথিতে স্পর্শ করে এমন ত্র্যহস্পর্শ।
ত্রাণ করে যেÑ ত্রাতা।
 
ত্যাগ করিবার ইচ্ছা তিতিক্ষা।
ত্যাগ করা যাচ্ছে যা ত্যাজ্যমান।
তাহার মতো তাদৃশ।
তালের সমতাহীন বেতাল।
তালু থেকে উচ্চারিত তালব্য।
 
তাল জ্ঞান নেই যার তালকানা।
তাল বা খেজুরের রস রসি।
তাপশূন্য দেহ হিমাঙ্গ।
তাই হোক তথাস্তু।
ত্বারার সাথে সত্বর।
 
তস্করের কাজ তাস্কর্য।
তর্কের সঙ্গে বর্তমান সতর্ক।
তর্কশাস্ত্রে পটু তার্কিক।
তর্ক করে যে তার্কিক।
ত্বরায় গমন করে যে তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin