ড. মোহাম্মদ আমীন
তুমি ও সে তোমরা।
তরঙ্গ আছে যার তরঙ্গিণী।
তরল অথচ গাঢ় সান্দ্র।
তরণ করিতে ইচ্ছুক তিতীর্ষু।
তবলায় দক্ষ বা নিপুণ তবলচি।
তৃষ্ণার সঙ্গে সতৃষ্ণা।
তপস্যার নিমিত্তবন তপোবন।
তনুর ভাব তনিমা।
তনু থেকে জন্ম যার তনুজ, তনুজা।
তটে আছে এমন তটস্থ।
তট আছে যার (স্ত্রী) তটিনী।
তীর নিক্ষেপে ওস্তাদ তীরন্দাজ।
তড়িৎ থেকে উৎপন্ন তাড়িত।
তরঙ্গ উঠছে যাতে তরঙ্গায়িত।
তরঙ্গের শব্দ কল্লোল।
তহশীলে খাজনা আদায় করে যে তহশীলদার।
তণ্ডু মুনির প্রবর্তিত নৃত্য তাণ্ডব।
তন্তু থেকে জাত তন্তুজ।
তন্ত্র সাধনা করেন যিনি তান্ত্রিক।
তন্ত্রীহীন বীণা কোলম্বক।
তন্ত্রে মন্ত্রে পারদর্শিনী নারী দেয়াসিনী।
তিন পদের সমাহার ত্রিপদী।
তিন দিক ত্রিধা।
তিন তিথিতে স্পর্শ করে এমন ত্র্যহস্পর্শ।
ত্রাণ করে যেÑ ত্রাতা।
ত্যাগ করিবার ইচ্ছা তিতিক্ষা।
ত্যাগ করা যাচ্ছে যা ত্যাজ্যমান।
তাহার মতো তাদৃশ।
তালের সমতাহীন বেতাল।
তালু থেকে উচ্চারিত তালব্য।
তাল জ্ঞান নেই যার তালকানা।
তাল বা খেজুরের রস রসি।
তাপশূন্য দেহ হিমাঙ্গ।
তাই হোক তথাস্তু।
ত্বারার সাথে সত্বর।
তস্করের কাজ তাস্কর্য।
তর্কের সঙ্গে বর্তমান সতর্ক।
তর্কশাস্ত্রে পটু তার্কিক।
তর্ক করে যে তার্কিক।
ত্বরায় গমন করে যে তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin